নৌপরিবহন অধিদপ্তরে চাকরি, চতুর্থ থেকে ২০তম গ্রেডে পদ ১৬
নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এস্টাব্লিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস) প্রকল্পে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রকল্পে সাত ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ২০তম গ্রেডে ১৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
১. পদের নাম: নটিক্যাল সার্ভেয়ার/ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (টেকনিক্যাল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণির ডেক সার্টিফিকেট অব কম্পিটেন্সি (মাস্টার মেরিনার)। দুই বছরের পোস্ট সার্টিফিকেট অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর
বেতন: সাকল্যে বেতন ৭৬,৫০০ টাকা (গ্রেড–৪)
২. পদের নাম: ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: প্রথম শ্রেণির ডেক সার্টিফিকেট অব কম্পিটেন্সি (মাস্টার মেরিনার)।
বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর
বেতন: সাকল্যে বেতন ৬৬,০০০ টাকা (গ্রেড-৫)৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অপারেশন)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: জিএমডিএসএস জেনারেল অপারেটর সার্টিফিকেট অব কম্পিটেন্সি। অথবা ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক/কম্পিউটার/অ্যাপ্লাইড ফিজিকস/রেডিও কমিউনিকেশন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)
৪. পদের নাম: জুনিয়র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: জিএমডিএসএস জেনারেল অপারেটর সার্টিফিকেট অব কম্পিটেন্সি। অথবা ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক/কম্পিউটার/অ্যাপ্লাইড ফিজিকস/রেডিও কমিউনিকেশন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা (গ্রেড-৯)
৫. পদের নাম: মেকানিক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা এসএসসি পাসসহ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সমমানের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: সাকল্যে বেতন ১৭,৭০৫ টাকা (গ্রেড-১৫)৬. পদের নাম: লাইটকিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাসসহ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সমমানের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: সাকল্যে বেতন ১৭,০৪৫ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি পাস
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: সাকল্যে বেতন ১৫,৫৫০ টাকা (গ্রেড-২০)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরির আবেদনপত্রের ফরমেট পূরণের পর পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি সংযুক্ত করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। খামের ওপর পদের নাম ও দরখাস্তকারীর পূর্ণ ঠিকানা (নিজ জেলার নাম ও পোস্ট কোড নম্বর স্পষ্টাক্ষরে লিখতে হবে। প্রবেশপত্র পাঠানোর জন্য আবেদনকারীর বর্তমান/ পত্র যোগাযোগের ঠিকানাসংবলিত ৫ বাই×৯ ইঞ্চি সাইজের খামে ১০ টাকার ডাকটিকিট যুক্ত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় তথ্যের জন্য অফিস চলাকালে ০১৫৫৮-১৯৯২২৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, ইজিআইএমএনএস প্রকল্প, নৌপরিবহন অধিদপ্তর, এফ ১২/ সি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭।
আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।