নোয়াখালীবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ

প্রথম আলো ফাইল ছবি

নোয়াখালী জেলার ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’র শূন্য পদে জনবল নিয়োগ এবং আগামী এক বছরের জন্য অপেক্ষমাণ প্যানেল প্রস্তুতের জন্য নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা:

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আরও পড়ুন

বয়স

প্রার্থীর বয়স আগামী ৬ ফেব্রুয়ারি তারিখে অবশ্যই ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

যেভাবে আবেদন

নির্ধারিত আবেদন ফরম জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ৪ কপি ছবি, প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, কোটার প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি

সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে জেলা প্রশাসক, নোয়াখালীর অনুকূলে ১০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফটের মূল কপি (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেলা প্রশাসক, নোয়াখালী।

আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৫।