উচ্চ পদে নিয়োগ ট্রাস্ট ব্যাংকে, অভিজ্ঞতা কমপক্ষে ২৯ বছর
বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড উচ্চ পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে।
এতে অভিজ্ঞতা কমপক্ষে ২৯ বছর থাকতে হবে। গতকাল ব্যাংকটি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাংকটিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। ব্যাংকটির ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। এই পদের কর্মস্থল ঢাকা ও চাকরির ধরন হচ্ছে ফুল টাইম (চুক্তিভিত্তিক)।
যে যে যোগ্যতা প্রয়োজন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। বিশেষভাবে এমবিএ/ অন্য কোনো পেশাদার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং তার ওপরে অ্যাকাডেমিক ফলাফল থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২৯ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৫৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: নীতিমালা অনুযায়ী
আবেদন করতে হবে যেভাবে: প্রার্থীদের আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ দিন: ১ অক্টোবর ২০২৩।