স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে চাকরি, ২ পদে নেবে ১৩৯ জন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির দুটি শূন্য পদে ১৩৯ জনকে নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আজ সোমবার (১ এপ্রিল) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ৬টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১৩৩টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের বয়সসীমা
১৮ থেকে ৩০ বছর হতে হবে আবেদনকারীর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি
প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের জন্য বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল ২০২৪