প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ৬৪

প্রতীকী ছবি: প্রথম আলো

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই অধিদপ্তরে ৬ ক্যাটাগরির পদে ১০ম ও ১১তম গ্রেডে ৬৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহকারী শিক্ষক (বাংলা)
    পদসংখ্যা: ১০
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা বাংলায় স্নাতক (সম্মান) বা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে একটির বেশি এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত)। ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১, বিএড প্রশিক্ষণবিহীন)

  • ২. পদের নাম: সহকারী শিক্ষক (ইংরেজি)
    পদসংখ্যা: ১০
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা ইংরেজিতে স্নাতক (সম্মান) বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে একটির বেশি এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত)। ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১, বিএড প্রশিক্ষণবিহীন)

  • ৩. পদের নাম: সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিপিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। শিক্ষাজীবনে একটির বেশি এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আরও পড়ুন
  • ৪. পদের নাম: জুনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমান ও বিপিএড ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। শিক্ষাজীবনে একটির বেশি এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

  • ৫. পদের নাম: জুনিয়র শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: ফাজিল বা সমমান ডিগ্রি। শিক্ষাজীবনে একটির বেশি এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

  • ৬. পদের নাম: জুনিয়র শিক্ষক
    পদসংখ্যা: ৩৫
    যোগ্যতা: ন্যূনতম ২.৫ জিপিএ বা সমমানের স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে একটির বেশি এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

বয়সসীমা
প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর বীর মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আরও পড়ুন

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ৩০০ টাকা (চার্জ প্রযোজ্য) পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৩।