পাঁচ বছর পর মেডিকেল টেকনোলজিস্টের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ১৪৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে নিয়োগের জন্য ২০২০ সালের ২৮ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৩ সালে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর মেধাক্রম অনুযায়ী ১৪৮ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করে। পরবর্তী সময়ে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের আদেশ এবং আপিল বিভাগের আদেশ অনুযায়ী গত ৭ আগস্ট মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে নিয়োগের জন্য ১৪৬ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। এ নিয়োগ কার্যক্রম শেষ হতে প্রায় পাঁচ বছর লাগল।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ আগস্ট পরিচালক (প্রশাসন), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর যোগদান করতে হবে। নিয়োগপ্রক্রিয়া বিলম্বের কারণে চাকরিতে প্রবেশের নির্ধারিত বয়সসীমা অতিক্রম করলে অতিরিক্ত বয়স প্রমার্জিত বলে গণ্য হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন রাজস্ব খাতে নির্ধারিত বাজেট বরাদ্দ থেকে বেতন ও ভাতা পাবেন নিয়োগপ্রাপ্তরা।
নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে চাকরিতে যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক শারীরিক যোগ্যতা সম্পর্কিত (স্বাস্থ্য পরীক্ষার) সার্টিফিকেট দাখিল করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে কোনো বিরূপ মন্তব্য থাকলে এবং তা সরকারি দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করতে পারবে।
যোগদানের সময় চার সেট পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর পাঠাতে হবে। পরবর্তী সময়ে পুলিশি তদন্ত প্রতিবেদনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে/পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে নিয়োগপত্র বাতিল করা হবে।
যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। শিক্ষানবিশ থাকাকালীন কর্তৃপক্ষ যদি মনে করে যে তাঁর আচরণ ও কর্ম সন্তোষজনক নয় বা কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে নিয়োগ বাতিল হবে।
চাকরিতে যোগদানের সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন আবেদনের প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, মেডিকেল টেকনোলজি (ল্যাব) বিষয়ে ডিপ্লোমা মার্কশিট/সনদপত্র ও প্রদত্ত প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।