সরকারি বিদ্যুৎ কোম্পানিতে অষ্টম-দশম গ্রেডে চাকরি, পদ ৩৬

প্রতীকী ছবি: আশরাফুল আলম

বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) অধীন একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে অষ্টম ও দশম গ্রেডে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহকারী প্রকৌশলী
    পদসংখ্যা: ২২ (তড়িৎ-১০টি, যান্ত্রিক-১০টি ও পুর-২টি)
    যোগ্যতা: সরকার/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ সিভিল ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
    বয়সসীমা: ২০২৩ সালের ২৭ আগস্ট সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর।
    মূল বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮)

  • ২. পদের নাম: সহকারী প্রোগ্রামার
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকার/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিএসসি ইন সিএসই/ আইটি/ ইসিই/ ইটিই বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
    বয়সসীমা: ২০২৩ সালের ২৭ আগস্ট সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর।
    মূল বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮)

  • ৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন/শ্রম কল্যাণ ও অ্যাডমিন/স্টোর)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচআর/ ম্যানেজমেন্ট বা এ–সংক্রান্ত বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মানসহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি। এমবিএ/ স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে পিজিডিএইচআরএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
    বয়সসীমা: ২০২৩ সালের ২৭ আগস্ট সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর।
    মূল বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮)

আরও পড়ুন
  • ৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইএসটি)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এ–সংক্রান্ত বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মানসহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
    বয়সসীমা: ২০২৩ সালের ২৭ আগস্ট সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর।
    মূল বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮)

  • ৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
    পদসংখ্যা: ৬ (তড়িৎ-৪টি ও যান্ত্রিক-২টি)
    যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
    বয়সসীমা: ২০২৩ সালের ২৭ আগস্ট সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর।
    মূল বেতন: ৪০,০০০ টাকা (গ্রেড-১০)

আরও পড়ুন
  • ৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি/ সমমান/ তদূর্ধ্ব ডিগ্রি। অবশ্যই সশস্ত্র বাহিনী/ বিজিবির অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার/ সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ মাস্টার ওয়ারেন্ট অফিসার বা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তা হতে হবে। সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা/ নিরাপত্তা বিভাগে কর্ম অভিজ্ঞতাসম্পন্ন এবং প্রতিরক্ষা/ আধা সামরিক বাহিনীর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরি থেকে অবসর গ্রহণের প্রমাণপত্র (পেনশন বুকের সংশ্লিষ্ট পৃষ্ঠার ফটোকপি/ গ্রহণযোগ্য ডকুমেন্ট) দাখিল করতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৭৫ প্রাপ্ত হতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা দিতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
    বয়সসীমা: ২০২৩ সালের ২৭ আগস্ট সর্বোচ্চ ৫০ বছর।
    মূল বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮)

ভাতা ও অন্যান্য সুবিধা: সিপিজিসিবিএল (কর্মচারী) চাকরি বিধিমালা ২০১৭ এবং সিপিজিসিবিএলের পে-স্কেল ২০১৬ অনুযায়ী বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি ও চিকিৎসা ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য। সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক, সিপিজিসিবিএলের অনুমোদনক্রমে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১,০০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৬ থেকে ২৭ আগস্ট ২০২৩, রাত ১১টা পর্যন্ত।