আবুল খায়ের গ্রুপে চাকরি, অভিজ্ঞতার প্রয়োজন নেই
আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রুপটির টোব্যাকো কোম্পানি লিমিটেডের মার্কেটিং বিভাগে একাধিক অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) নিয়োগ দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি। চটপটে ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বয়স: ২৪ থেকে ৩২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসিক বেতন ২২,০০০–২৬,০০০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। প্রার্থীদের জীবনবৃত্তান্তের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট/মার্কশিটসহ এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ইন্টারভিউ বোর্ডে প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে রাখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও সরাসরি সাক্ষাৎকারের তারিখ ও স্থানের তালিকা এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪।