ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি, বেতন ৪৯,৪০৫
বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিভিল ইঞ্জিনিয়ার/আর্কিটেক্ট) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিভিল ইঞ্জিনিয়ার/আর্কিটেক্ট)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি (বি আর্ক) থাকতে হবে। এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা স্তরে কমপক্ষে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এ ছাড়া বিএসসি স্তরে সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ২.৫০ থাকতে হবে এবং বি. আর্কিটেক্ট পাস হলে সিজিপিএ ৫.০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ ৩.০০ থাকতে হবে। দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন: এক বছর শিক্ষানবিশকালে সর্বসাকল্যে বেতন ৩০,০০০ টাকা। সফলতার সঙ্গে শিক্ষানবিশকাল শেষে বেতন হবে ৪৯,৪০৫ টাকা।
বয়স
সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সব পরীক্ষার সনদপত্র ও চাকরির অভিজ্ঞতার প্রমাণপত্র স্ক্যান করে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৩