ব্র্যাক ব্যাংকে ৩ পদে চাকরির সুযোগ
বেসরাকারি খাতের অন্যতম ব্র্যাক ব্যাংক লিমিটেড কয়েকটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসোসিয়েট ম্যানেজার, এয়ারলাইনস–শিপিং অ্যান্ড আউটওয়ার্ড রেজিট্যান্স’, ‘হেড অফ অডিট’ ও ‘অ্যাসোসিয়েট ম্যানেজার, প্রকিউরমেন্ট’ পদে জনবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউও।
তিনটি পদে কতজন নেওয়া হবে, তা জানায়নি ব্যাংকটি। তিনটি পদেই বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। কর্মস্থল দেশের যে কোনো স্থান।
শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে ।
আবেদনের নিয়ম
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য লিংকে প্রবেশ করতে পারবেন।
আবেদনের শেষ সময়
আগ্রহীরা ৩০ সেপ্টেম্বরের মধ্য আবেদন করতে পারবেন।