পিএসসিতে নন-ক্যাডারে চতুর্থ থেকে ষষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) উচ্চতর বেতন স্কেলে নন-ক্যাডার পদে একাধিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিএসসির মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১৬ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে পদগুলো চতুর্থ গ্রেড, পঞ্চম গ্রেড ও ষষ্ঠ গ্রেডের।
যেসব পদে নিয়োগ
নৌপরিবহন মন্ত্রণালয়ে ঊধ্বর্তন নৌ প্রশিক্ষক পদে একজন, ঊর্ধ্বতন প্রকৌশলী প্রশিক্ষক পদে একজন, নৌ প্রশিক্ষক পদে চারজন, প্রকৌশলী প্রশিক্ষক পদে চারজন, তড়িৎ প্রশিক্ষক পদে একজন, নৌ স্থপতি একজন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সহকারী অধ্যাপক পদে দুজন, কৃষি মন্ত্রণালয়ে প্রোগ্রামার পদে একজন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে প্রোগ্রামার পদে একজন নেওয়া হবে।
আবেদন যেভাবে
প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।
ওয়েবসাইটে নন-ক্যাডার অপশনে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের আগে অবশ্যই আবেদনের পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে দেখে নিতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪।
পরীক্ষার পদ্ধতি
উচ্চতর বেতন স্কেলের এসব পদে আবেদনকারী প্রার্থীদের শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তবে প্রার্থীর সংখ্যা বেশি হলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাছাই/লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।