সরকারি কোম্পানি নেবে ম্যানেজিং ডিরেক্টর, থাকতে হবে নেতৃত্বের সক্ষমতা

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদপ্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা ই–মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর (এমডি)
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/বেসরকারি খাতে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনার দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কনসালট্যান্সি সার্ভিসেস/অর্থনৈতিক গবেষণা, ইঞ্জিনিয়ারিং বা ডেভেলপমেন্ট প্রজেক্ট/প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। রিপোর্ট লেখায় দক্ষ হতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৬২ বছর
    চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
    বেতন–ভাতা: আকর্ষণীয় বেতন–ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি ও সিভিসহ (দুটি রেফারেন্স) আবেদনপত্র সরাসরি ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে। খামের ওপর বা ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, আইআইএফসি, জেডিপিসি ভবন (চতুর্থ তলা), ১৪৫ মনিপুরী পাড়া, তেজগাঁও, ঢাকা–১২১৫। ই–মেইল: [email protected]

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪।