ইস্টার্ণ রিফাইনারী নেবে ৩০জন, আবেদন করুন দ্রুত
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) জনবল নিয়োগ দেবে। এই প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারী পর্যায়ে ৩০ জন শিক্ষাধীন নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন চলছে।
পদের নাম: শিক্ষাধীন (Apprentice)
পদসংখ্যা: ৩০
যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সমমান এবং এইচএসসি (বিজ্ঞান) বা সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৫–এর স্কেলে ৩ থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৫ বছর।
প্রশিক্ষণের মেয়াদ: শিক্ষাধীন হিসেবে নির্বাচিত প্রার্থীদের দুই বছর মেয়াদি বাস্তব কাজে পালায় বা সাধারণ পালায় প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন (প্রশিক্ষণের মেয়াদ প্রয়োজনবোধে ৬ মাস বৃদ্ধি করা যেতে পারে)।
বেতন–ভাতা: প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রথম বছর ১৬,৫০০ টাকা; দ্বিতীয় বছর ১৭,৩০০ টাকা) [মাসিক সাকল্যে] প্রাপ্য হবেন। সন্তোষজনকভাবে শিক্ষাধীন হিসেবে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীদের যাবতীয় ভেরিফিকেশন ও প্রচলিত নিয়োগ নীতিমালা অনুসরণে ভবিষ্যতে কোম্পানিতে সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল হবে ১১,০০০-২৬,৫৯০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://erlb.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (http://erlb.teletalk.com.bd/erlb_2024/docs/circular.pdf) জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা এ ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে (https://www.facebook.com/alljobsbdTeletalk) মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৬টা পর্যন্ত।