এসএমসিতে চাকরি, অন্যান্য সুবিধার সঙ্গে বছরে বোনাস তিনটি

মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এ সংস্থায় মেইনটেন্যান্স অফিসার, ইলেকট্রিক্যাল পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: মেইনটেন্যান্স অফিসার, ইলেকট্রিক্যাল
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইইই ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উল্লিখিত অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পিএলসি কন্ট্রোল ও সার্ভো সিস্টেম বিষয়ে জানাশোনা থাকতে হবে। এসি, ভিআরএফ, সিএপিএ, এসএপি-ইআরপি ইমপ্লিমেন্টেশন, ফাইভএস ও কিয়াজেন বিষয়ে জানাশোনা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৩২ বছর
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: কুমিল্লা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: বছরে তিনটি উৎসব বোনাস, দুপুরের খাবার, পারফরম্যান্স বোনাস, মুঠোফোন বিল, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৩।