স্বাস্থ্য অধিদপ্তরে ৫৩৮ পদে চাকরি, আবেদন শেষ আজই
স্বাস্থ্য অধিদপ্তর লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতের ২৮টি পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৫৩৮ জনকে নেবে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদগুলোর জন্য অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আজ মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করে জমা দিতে পারবেন আগ্রহীরা।
*স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক নিয়োগের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
**চাকরির খবর, পরামর্শ ও প্রস্তুতির জন্য নিয়মিত পড়ুন ‘চলতি ঘটনা’