সিলেট কর কমিশনার কার্যালয় নেবে ৭১ জন
সিলেট কর কমিশনারের কার্যালয় লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ পদে মোট ৭১ জনকে নিয়োগ দেওয়া হবে সিলেট কর কমিশনারের কার্যালয়ে।
পদগুলো হলো—
১. কম্পিউটার অপারেটর: ১টি
২. সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর: ৩টি
৩. উচ্চমান সহকারী: ১১টি
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৮টি
৫. গাড়িচালক: ৪টি
৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১১টি
৭. নোটিশ সার্ভার: ১৫টি
৮. অফিস সহায়ক: ১৪টি
৯. নিরাপত্তা প্রহরী: ৪টি
আবেদনের নিয়ম
অনলাইনে syltax.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আগামী বছরের ২৮ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।