পিকেএসএফে চাকরির সুযোগ, মূল বেতন ১৮২০০০
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ১টি পদে ১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা বিভাগে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু আজ বুধবার (১০ মার্চ) থেকে। আবেদন করা যাবে ২২ মার্চ পর্যন্ত।
আবেদন যোগ্যতা
*প্রার্থীকে কমপক্ষে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে।
*সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
*সমস্যা সমাধান, পরিকল্পনা গ্রহণ ও বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে।
*স্বনামধন্য এনজিও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
*বয়সসীমা ৬২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা pksf-bd.org/recruitment এই ঠিকানা থেকে আবেদন করতে পারবেন। এ ছাড়া https://pksf-bd.org/e_recruitment/index.php?r=site/jobpost&post_id=200 ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২২ মার্চের মধ্য জমা দিতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা
মূল বেতন ১৮২০০০ টাকা। এর সঙ্গে ৬০ শতাংশ বাড়িভাড়া, মেডিকেল ভাতাসহ কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা মিলবে।