ঢাকার কানাডা হাইকমিশনে চাকরি, বেতন বছরে সাড়ে ২৮ লাখ
ঢাকার কানাডা হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে জ্যেষ্ঠ আন্তর্জাতিক সহকারী অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদটিতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ, পদটি চুক্তিভিত্তিক।
পদের নাম: জ্যেষ্ঠ আন্তর্জাতিক সহকারী অফিসার
পদসংখ্যা: ১
চুক্তির মেয়াদ: ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। এরপর চুক্তির মেয়াদ বাড়তে পারে এবং স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।
কর্মস্থল: হাইকমিশন অব কানাডা, ঢাকা
বেতন: ২৮,৫০,২৩১ টাকা (বার্ষিক)
কর্মঘণ্টা: প্রতি সপ্তাহে রোববার থেকে বৃস্পতিবার পর্যন্ত চলবে অফিস। সপ্তাহে ৩৭ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে হবে।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি ও বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। সরকারি/ বেসরকারি/ আন্তর্জাতিক সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা। আন্তর্জাতিক সহায়তা প্রকল্পের উন্নয়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা। গবেষণা, প্রতিবেদন লেখা, উপস্থাপনা এবং আন্তর্জাতিক সহায়তা প্রকল্পে পাঁচ বছরের অভিজ্ঞতা। রোহিঙ্গা সংকট নিয়ে এক বছরের চাকরির অভিজ্ঞতা।
অন্যান্য যোগ্যতা
বাংলাদেশে রোহিঙ্গা সংকটের সঙ্গে জড়িত সরকারি/ বেসরকারি/ আন্তর্জাতিক সংস্থা ও দাতা সংস্থাগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বাংলাদেশে আন্তর্জাতিক সহায়তা নিয়েও জ্ঞান থাকতে হবে। ফরাসি, রোহিঙ্গাদের ভাষা ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকতে হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কানাডা সরকারের অফিসিয়াল এ ওয়েবসাইটে (https://www.wfca-tpce.com/vacancyView.php?requirementId=4666&) প্রবেশ করে আবেদন করতে হবে। এ ওয়েবসাইট থেকে চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যও জানা যাবে।