এসএমই ফাউন্ডেশনে চাকরির সুযোগ, বেতন ৪২,০০০ ও ১,৭৮,১০০
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্যপদে লোকবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সহকারী ব্যবস্থাপক পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের নাম: উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)
পদের সংখ্যা: ১
আবেদনের যোগ্যতা
শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।
বেতন ও সুযোগ–সুবিধা
উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে চাকরি পেলে সর্বসাকল্যে বেতন ১,৭৮,১০০ টাকা। এর মধ্য মূল বেতন ৯২,২৫০ টাকা হিসেবে উৎসব ভাতা এবং ঢাকার বাইরে ভ্রমণের জন্য ভাতা পাবেন।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক
পদের সংখ্যা: ১০
আবেদনের যোগ্যতা
শিক্ষাজীবনে কোনো ধরনের তৃতীয় বিভাগ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে প্রার্থীকে। কারিগরি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীদের বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন ও সুযোগ–সুবিধা
সহকারী ব্যবস্থাপক পদে চাকরি পেলে বেতন ২৬,০০০-৪২,০০০ টাকা হবে। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা পাবেন এ পদে চাকরি পেলে।
আবেদন যেভাবে
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন ভবন, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর ঢাকা ১২০৭—এই ঠিকানায়।
আবেদন ফি: ২ পদে আবেদন ফি ৫০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: এ মাসের ১২ তারিখ
**চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে