ইউএনডিপিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ

ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে কর্মকর্তা নিয়োগ দেবে। এসব পদে আবেদনের বিস্তারিত পাওয়া যাবে https://www.bd.undp.org/content/bangladesh/en/home/jobs.html লিংকে।  

পদগুলো হলো-

১. ন্যাশনাল কনসালট্যান্ট-ন্যাশনাল জিআইএস এক্সপার্ট

২. বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস স্পেশালিস্ট

৩. কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার

৪. প্রোগ্রাম সাপোর্ট ইন্টার্ন, ইউএনডিপি কান্ট্রি অফিস

৫. ইনক্লুসিভ ডিজিটাল ইকোনমি কনসালট্যান্ট

৬. কমিউনিকেশন অফিসার-এটুআই প্রোগ্রাম

৭. ন্যাশনাল কনসালট্যান্ট-রিসার্চ, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন (ডেটা)

৮. প্রজেক্ট অফিসার (ইয়্যুথ এনগেজমেন্ট)-ডিটিআইবি প্রজেক্ট

৯. প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্পেশালিস্ট

১০. ইকোনমিস্ট

যোগ্য প্রার্থীরা ইউএনডিপি ওয়েবসাইটের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। পদভেদে আজ সোমবার থেকে ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। ১৯৬৫ সালের ২২ নভেম্বর এই সংস্থার যাত্রা শুরু হয়। উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।

প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই সংস্থার সদর দপ্তর নিউইয়র্কে।