বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক
মৌখিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে যেভাবে
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদের মৌখিক পরীক্ষা আগামী ২ মে শুরু হবে। শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় সফল হওয়া যাবে, অভিজ্ঞতা থেকে সেসব পরামর্শ দিয়েছেন গত বছর বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পাওয়া আতিক জাফর।
কেন্দ্রীয় ব্যাংকে চাকরির স্বপ্ন পূরণ করতে সামনে একটি মাত্র ধাপ। মৌখিক পরীক্ষায় ভালো করতে পারলে ধরা দেবে কাঙ্ক্ষিত স্বপ্ন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৮০ জনের মধ্যে বিজ্ঞপ্তি অনুসারে চাকরির জন্য নির্বাচিত হবেন ২২৫ জন। এই ২২৫ জনের তালিকায় থাকতে মৌখিক পরীক্ষায় নিজের সেরাটা দিতে হবে।
শেষ সময়ে অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখুন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এ সময়ে ব্যবহার না করাই ভালো। এখন নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। আগের পড়া বিষয়গুলো আবার পড়ুন। মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে, সেগুলো আগে থেকেই গুছিয়ে রাখুন।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের চতুর্থ তলায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীকে একটি আবেদনপত্র নিয়ে যেতে হবে। পরিচালক, এইচ আর ডি-১ বরাবর নিজ হাতে আবেদনপত্র লিখতে হবে। এ ছাড়া প্রার্থীর চার কপি সত্যায়িত ছবি, সব সনদের সত্যায়িত কপি ও মূল কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও মূল কপি, স্থায়ী ঠিকানার সপক্ষে চেয়ারম্যান/কাউন্সিলরের দেওয়া জাতীয়তা সনদের সত্যায়িত ফটোকপি ও মূল কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে।
নিজের সম্পর্কে বলুন
ভাইভা বোর্ডে সবচেয়ে কমন প্রশ্ন এটি। এ বিষয়ে ভালোভাবে গুছিয়ে কয়েকবার ইংরেজিতে অনুশীলন করতে হবে। অনেকে এ বিষয়ে আগে থেকে প্রস্তুতি নিয়ে যায় না। ফলে তাৎক্ষণিক উত্তর দিতে গিয়ে কথা জড়িয়ে ফেলেন। নিজের সম্পর্কে বলতে গেলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং নিজের জেলার নাম উল্লেখ করবেন। তা ছাড়া নিজের নামের সঙ্গে মিল আছে এমন বিখ্যাত কে কে আছেন তাদের সম্পর্কে সম্যক ধারণা রাখবেন।
আপনার জেলা কেন বিখ্যাত
নিজের জেলা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। নিজ জেলা কি কারণে বিখ্যাত, এটি মুক্তিযুদ্ধকালীন কোনো সেক্টরে ছিল, ঐতিহাসিক কোনো জায়গা বা কোন বীর মুক্তিযোদ্ধা বা বিশিষ্ট নামকরা (বিখ্যাত/অখ্যাত) কেউ আছেন কি না, সরকারের গুরুত্বপূর্ণ পদে কেউ আছেন কি না, কোনো মেগা প্রজেক্ট আপনার জেলায় চলমান কি না, এসব বিষয় জানতে হবে।
স্নাতকের জ্ঞান চাকরিতে কীভাবে প্রয়োগ করবেন
বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়া বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। স্নাতকে কী কী বিষয় পড়ানো হয়েছিল, সেগুলোর মধ্যে থেকে কিছু বিষয়ের নাম মনে রাখবেন। এমন বিষয়গুলোর নাম ফোকাসে আনবেন, যেগুলো থেকে প্রশ্ন করলে আপনার উত্তর করা সহজ হয়। এ ছাড়া আপনার স্নাতক পঠিত বিষয় কীভাবে ব্যাংকের সঙ্গে সম্পর্কিত তার একটি যৌক্তিক ব্যাখ্যা তৈরি করে রাখবেন।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে
মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ১৯৪৭-৭১ সালের ইতিহাস, সেক্টর কমান্ডার, বীরশ্রেষ্ঠদের নাম ও পরিচয় জানতে।
ব্যাংকিং বিভিন্ন বিষয়
ব্যাংকিং বিভিন্ন বিষয (এনপিএসবি, আরটিজিএস, বিইএফটিএন, এটিএম, এনপিএল) সম্পর্কে জেনে নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কাজ, বিদেশি ব্যাংকগুলোর নাম, ব্যাংকিং আইন (সম্প্রতি ব্যাংক কোম্পানি আইন-সংশোধিত ২০২৩) সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বর্তমান ব্যাংকিং রেট (রেপো রেট, রিভার্স রেপো রেট, স্পেশাল রেপো রেট, ব্যাংক রেট, সিআরআর, এসএলআর) সম্পর্কে ধারণা রাখতে হবে।
কোথাও চাকরি করলে
আগে কোথাও চাকরি করলে অথবা বর্তমানে কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে সেই চাকরিতে আপনার কাজ এবং প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। কেন চাকরি পরিবর্তন করতে চান, সেটার সুন্দর একটা ব্যাখ্যা প্রস্তুত করে নিয়ে যাবেন।
সাম্প্রতিক ঘটনা
সাম্প্রতিক বিভিন্ন আলোচিত ইস্যু যেমন ডলার–সংকট, বৈশ্বিক মন্দা, যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংকের দেউলিয়ার কারণ ও ব্যাংকগুলোর নাম, আইএমএফের ঋণ ও বাংলাদেশ প্রেক্ষাপট, ব্যাংকিং সেক্টরের ঋণখেলাপি, অর্থ পাচার, রাশিয়া ইউক্রেন বর্তমান ইস্যু ও বাংলাদেশের অবস্থান সম্পর্কে পড়তে হবে। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, মেগা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জেনে রাখবেন। যে দিন ভাইভা সেই দিনের পত্রিকা পড়ে যাবেন। ভাইভার দিনের বাংলা তারিখ ও সাল জেনে রাখবেন।