প্রাথমিক শিক্ষক নিয়োগ: মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা-১

মডেল: জিসা
ছবি: শুভ্র কান্তি দাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলবে আগামী আগস্ট পর্যন্ত। প্রথম ধাপে ২২ জেলায় ১২ জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। একেকটি উপজেলায় প্রতিদিন ৪০ থেকে ৭০ জনের পরীক্ষা নেওয়া হচ্ছে।

প্রাথমিকের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে তাঁদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। নিয়মিত এই আয়োজনের আজ প্রথম পর্ব প্রকাশ করা হলো।

মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা

শ্রাবণী গুহ রায়, সহকারী শিক্ষক
রাজার দৈউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা।

অনুমতি দিয়ে ভাইভা বোর্ডের কক্ষে প্রবেশ করার পর আমাকে বসতে বলেন একজন পরীক্ষক। তারপর কুশল বিনিময় করে প্রশ্ন করা শুরু করেন।

পরীক্ষক: বসুন, আপনার নাম কী?
প্রার্থী: শ্রাবণী গুহ রায়

পরীক্ষক: আপনার বাসা কোথায়?
প্রার্থী: বললাম

পরীক্ষক: সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে?
প্রার্থী: ১৭ নম্বর অনুচ্ছেদে।

পরীক্ষক: প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা কত?
প্রার্থী: ৬৮টি। এর মধ্যে সরকারি ৬৭টি আর বেসরকারি ১টি।

পরীক্ষক: সবশেষ পিটিআই কোনটি?
প্রার্থী: ঢাকা পিটিআই।

পরীক্ষক: DPE–এর পূর্ণরূপ বলেন?
প্রার্থী: Directorate of Primary Education.

পরীক্ষক: প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কয়টি?
প্রার্থী: ১৩টি।

পরীক্ষক: ২৩ জুন কিসের জন্য বিখ্যাত?
প্রার্থী: ২৩ জুন ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। এই দিনে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়।

পরীক্ষক: নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা ‘শান্তিবৃক্ষ’ পুরস্কার প্রদান করে?
প্রার্থী: ইউনেসকো।

আরও পড়ুন

পরীক্ষক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ইউনেসকো কোন পুরস্কারে ভূষিত করে এবং কত সালে?
প্রার্থী: স্বাক্ষরতা পুরস্কার, ১৯৯৮ সালে।

পরীক্ষক: আপনি কী জাতীয় সংগীত গেয়ে শোনাতে পারবেন?
প্রার্থী: জ্বি স্যার। গেয়ে শোনালাম।

পরীক্ষক: অসাধারণ। আপনি কী সংগীত শিখেছেন?
প্রার্থী: জ্বি স্যার, বুলবুল ললিতকলা একাডেমি থেকে।

পরীক্ষক: ঠিক আছে, আপনি এবার আসতে পারেন।
প্রার্থী: ধন্যবাদ স্যার।

আরও পড়ুন