প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের পঞ্চম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. বাংলাদেশে স্কাউটের যাত্রা শুরু হয় কবে?
ক) ৮ এপ্রিল ১৯৭২
খ) ৯ এপ্রিল ১৯৭২
গ) ১০ এপ্রিল ১৯৭২
ঘ) ১১ এপ্রিল ১৯৭২
২. ‘শেভরন’ কোন দেশের বহুজাতিক কোম্পানি?
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) সংযুক্ত আরব আমিরাত
ঘ) সৌদি আরব
৩. Cozy Bear কী?
ক) সফটওয়্যারের নাম
খ) হার্ডওয়্যারের নাম
গ) হ্যাকার গ্রুপের নাম
ঘ) স্পাইওয়্যারের নাম
৪. শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক) The Reserve Bank of Sri Lanka
খ) The State Bank of Sri Lanka
গ) The Central Bank of Sri Lanka
ঘ) The Federal Reserve Bank of Sri Lanka
৫. সৃজনশীল পদ্ধতি চালু করেন কে?
ক) হেনরি ফিসেল
খ) বেঞ্জামিন ব্লুম
গ) জ্যা পিয়াজো
ঘ) হাওয়ার্ড গার্ডনার
৬. ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ কে সম্পাদনা করেন?
ক) ড. মুনতাসির মামুন
খ) ড. আনিসুজ্জামান
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) এম আর মুকুল
৭. ১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ এ অংশগ্রহণ করা কোন শিল্পী নোবেল পুরস্কার পেয়েছেন?
ক) পণ্ডিত রবিশঙ্কর
খ) জর্জ হ্যারিসন
গ) বব ডিলান
ঘ) এরিক ক্লাপটন
৮. জাতীয় স্মৃতিসৌধ নির্মাণে স্বাধীনতা আন্দোলনের কোন পরিক্রমা হিসেবে বিবেচনা করে না?
ক) ভাষা আন্দোলন
খ) গণ–অভ্যুত্থান
গ) ইসলামি শাসনতন্ত্র আন্দোলন
ঘ) সত্তরের নির্বাচন
৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
ক) লর্ড ডানভাস
খ) পি জে হার্টজ
গ) পি জে থমসন
ঘ) ল্যাথান হার্টজ
১০. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
ক) কয়লা
খ) সূর্যরশ্মি
গ) পেট্রোলিয়াম
ঘ) ইউরেনিয়াম
১১. কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়?
ক) অধলেম টুরেসি
খ) সারা গিলবার্ট
গ) হ্যামিল্টন বিনেট
ঘ) আদর পুনেওয়ালা
১২. ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
ক) এল সালভেদর
খ) হন্ডুরাস
গ) নিকারাগুয়া
ঘ) বারমুডা
১৩. নব্বই ডিগ্রি পূর্ব শৈলশিরা বাংলাদেশের কোন অংশের সঙ্গে সম্পর্কিত?
ক) জয়ন্তিকা পাহাড়
খ) তিন বিঘা করিডর
গ) বঙ্গোপসাগর
ঘ) মধুপুর-বরেন্দ্র অঞ্চল
১৪. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন?
ক) ১০ অক্টোবর ১৯৭২
খ) ২৩ মে ১৯৭৩
গ) ২০ মে ১৯৭২
ঘ) ১০ অক্টোবর ১৯৭৩
১৫. রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়?
ক) বেলারুশ
খ) চীন
গ) রোমানিয়া
ঘ) ফিনল্যান্ড
১৬. বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
ক) মৃত্যুদণ্ড
খ) ফৌজদারি
গ) সংসদ
ঘ) সংবিধান
১৭. সামরিক ভাষায় WMD অর্থ কী?
ক) Weapons of Mass Destruction
খ) Weapons of Monster Destruction
গ) Weapons of Missile Destruction
ঘ) Weapons of Massive Destruction
১৮. IUCN এর কাজ কী?
ক) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
খ) মানবাধিকার সংরক্ষণ
গ) পানি সম্পদ সংরক্ষণ
ঘ) আন্তর্জাতিক সন্ত্রাস দমন
১৯. বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা চালু হয়?
ক) ১৯৯৬
খ) ১৯৯৭
গ) ১৯৯৮
ঘ) ১৯৯৯
২০. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বৃদ্ধি করে ৫০ করা হয়?
ক) সপ্তদশ সংশোধনী
খ) পঞ্চদশ সংশোধনী
গ) দ্বাদশ সংশোধনী
ঘ) নবম সংশোধনী
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫-এর উত্তর
১.ক ২.ক ৩.গ ৪.গ ৫.খ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.খ
১১.খ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.ক ১৯.গ ২০.খ