প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা কাল শুক্রবার ও তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের দশম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ নয় কোনটি?
ক) ষ্ণ
খ) হ্ম
গ) জ্ঞ
ঘ) ণ্ঠ
২. ‘সর্বজনীন’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে কোনটি?
ক) সর্বজন+ঈন
খ) সর্বজন+ইন
গ) সর্বজন+নীন
ঘ) সর্ব+জনীন
৩. ‘সাজোয়ান’ শব্দের ‘সা’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বিশিষ্ট
খ) উৎকৃষ্ট
গ) নিকৃষ্ট
ঘ) সংযুক্ত
৪. ‘উনিশ-বিশ’ কোন সমাসের সমস্তপদ?
ক) দ্বন্দ্ব
খ) দ্বিগু
গ) বহুব্রীহি
ঘ) কর্মধারয়
৫. ‘রাজপথ’ কোন সমাস?
ক) উপপদ তৎপুরুষ
খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) চতুর্থী তৎপুরুষ
ঘ) তৃতীয়া তৎপুরুষ
৬. ‘বনস্পতি’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) বনঃ+পতি
খ) বন+পতি
গ) বনস+পতি
ঘ) বনোঃ+পতি
৭. ‘তোমরা হয়তো ছয় দফার কথা শুনে থাকবে।’—বাক্যটি কোন কালের উদাহরণ?
ক) ভবিষ্যৎ কাল
খ) সাধারণ অতীত
গ) সাধারণ বর্তমান
ঘ) নিত্য অতীত
৮. ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’ এখানে ‘কলকলিয়ে’ দ্বিরুক্ত শব্দটি কোন পদ?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া
ঘ) ক্রিয়া বিশেষণ
৯. ‘খ্রিষ্টাব্দ’ মিশ্র শব্দটি কোন কোন শব্দের মিলনে সৃষ্ট হয়েছে?
ক) ইংরেজি+বাংলা
খ) ইংরেজি+আরবি
গ) ইংরেজি+তৎসম
ঘ) ফারসি+আরবি
১০. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ এখানে কিংবা শব্দটি কোন অব্যয়?
ক) অনুকার
খ) বিয়োজক
গ) সমুচ্চয়ী
ঘ) সংযোজক
১১. ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।’—এ বাক্যে ‘হারায়’ কোন ধাতু?
ক) নাম
খ) কর্মবাচ্যের
গ) প্রযোজক
ঘ) সংযোগমূলক
১২. ‘চডুই পাখির প্রাণ’–এর বিপরীত বাগ্ধারা কোনটি?
ক) কৈ মাছের প্রাণ
খ) ইলিশ মাছের প্রাণ
গ) তুলসী বনের বাঘ
ঘ) রাঘববোয়াল
১৩. নিচের কোন শব্দগুচ্ছটি বানান সঠিক?
ক) বিভীষিকা, প্রতিযোগিতা, পিপীলিকা
খ) প্রতিযোগিতা, নিশীথিনি, বিভীষীকা
গ) নিশীথিনী, প্রতিযোগিতা, পিপীলীকা
ঘ) পিপীলিকা, প্রতিযোগিতা, নিশীথিনী
১৪. নিচের কোনটি ‘বাতাস’ এর প্রতিশব্দ নয়?
ক) সমীর
খ) সমীরণ
গ) মরুত
গ) প্রভঞ্জন
১৫. ‘জানু’ শব্দটির অর্থ কী?
ক) পাকা
খ) জান
গ) হাঁটু
ঘ) স্ত্রী
১৬. ‘হাসি মুখে নিয়ো ফুল, তার পরে হায় ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়।’—উক্তিটির রচয়িতা কে?
ক) নির্মলেন্দু গুণ
খ) কামাল চৌধুরী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুভাষ মুখোপাধ্যায়
১৭. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?
ক) রূপকথা
খ) ছোটগল্প
গ) রূপকথা-উপকথা
ঘ) গ্রাম্যগীতিকা
১৮. ‘কাঠালপাড়া’ গ্রামে জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক) শরৎচন্দ্র চট্টোপাধায়
খ) সুভাষ মুখোপাধ্যায়
গ) কাজী ইমদাদুল হক
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৯. কোনটা ঠিক?
ক) সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
খ) কাঁদো নদী কাঁদো (উপন্যাস)
গ) বহিপীর (কাব্য)
ঘ) মহাশ্মশান (নাটক)
২০. ‘ইউসুফ জুলেখা’ কী জাতীয় রচনা?
ক) নাটক
খ) রোমান্টিক প্রণয়কাব্য
গ) উপন্যাস
ঘ) রম্যরচনা
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১০-এর উত্তর
১.ঘ ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.খ ৭.ক ৮.গ ৯.গ ১০.খ
১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.খ