প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের পঞ্চম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. মুসলমানপ্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য?
ক) নাইজেরিয়া
খ) লেবানন
গ) নাইজার
ঘ) উগান্ডা
২. স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
ক) লর্ড ব্যাডেন পাওয়েল
খ) লর্ড মুরিং
গ) লর্ড স্টিফেন
ঘ) লর্ড কার্জন
৩. ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১ নভেম্বর ১৯৪৬
খ) ২ নভেম্বর ১৯৪৬
গ) ৩ নভেম্বর ১৯৪৬
ঘ) ৪ নভেম্বর ১৯৪৬
৪. সুইডেনের মুদ্রার নাম কী?
ক) পেসো
খ) ইউরো
গ) রুবল
ঘ) ক্রোনা
৫. হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর ওপর এবং কোথায় অবস্থিত?
ক) ব্রহ্মপুত্র, ময়মনসিংহ
খ) মেঘনা, ভৈরব বাজার
গ) পদ্মা, পাকশী
ঘ) কর্ণফুলী, চট্টগ্রাম
৬. কোন মোগল সম্রাট ‘জিজিয়া কর’ রহিত করেন?
ক) হুমায়ুন
খ) আকবর
গ) শাহজাহান
ঘ) আওরঙ্গজেব
৭. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন—
ক) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ) বিচারপতি এম এন হুদা
গ) বিচারপতি বি এ সিদ্দিকী
ঘ) বিচারপতি আব্দুস সাত্তার
৮. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
ক) বীরশ্রেষ্ঠ
খ) বীর বিক্রম
গ) বীর উত্তম
ঘ) বীর প্রতীক
৯. ‘সব কটি জানালা খুলে দাও না’ গানটির সুরকার কে ছিলেন?
ক) নজরুল ইসলাম বাবু
খ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
গ) সাবিনা ইয়াসমিন
ঘ) রুনা লায়লা
১০. কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
ক) ভিটামিন এ
খ) ভিটামিন সি
গ) ভিটামিন বি
ঘ) ভিটামিন ডি
১১. চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে?
ক) অরবিন্দ কৃষ্ণ
খ) স্যাম অল্টম্যান
গ) ল্যারি পেজ
ঘ) সুন্দর পিচাই
১২. ভাড়াটে সেনাদল Wagner Group কোন দেশভিত্তিক?
ক) যুক্তরাষ্ট্র
খ) বেলারুশ
গ) ইউক্রেন
ঘ) রাশিয়া
১৩. বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী’ বলেছেন কে?
ক) মাওলানা ভাসানী
খ) তাজউদ্দীন আহমেদ
গ) শেখ হাসিনা
ঘ) শহীদ সোহরাওয়ার্দী
১৪. পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
ক) রামপাল
খ) ধর্মপাল
গ) চন্দ্রগুপ্ত
ঘ) আদিশূর
১৫. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
ক) ইরাক
খ) ইরান
গ) সৌদি আরব
ঘ) আলজেরিয়া
১৬. শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কোনটি?
ক) পাঠ্যপুস্তক
খ) ব্ল্যাক বোর্ড
গ) আধুনিক লিখনসামগ্রী
ঘ) চার্ট ও মডেল
১৭. এ দেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে?
ক) স্যাডলার কমিশন, ১৯৯৭
খ) সার্জেন্ট কমিশন, ১৯৪৪
গ) কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭৪
ঘ) শরীফ কমিশন, ১৯৭৪
১৮. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
ক) যমুনা
খ) মেঘনা
গ) কর্ণফুলী
ঘ) পদ্মা
১৯. ‘বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ কত তারিখে পালন করা হয়?
ক) ২১ মে
খ) ২২ মে
গ) ২৩ মে
ঘ) ২৪ মে
২০. সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত?
ক) ৮ বর্গকিলোমিটার
খ) ৯ বর্গকিলোমিটার
গ) ১০ বর্গকিলোমিটার
ঘ) ১১ বর্গকিলোমিটার
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫–এর উত্তর
১. ঘ। ২. ক। ৩. ঘ। ৪. ঘ। ৫. গ। ৬. খ। ৭. ঘ। ৮. গ। ৯. খ। ১০. খ। ১১. খ। ১২. ঘ। ১৩. গ। ১৪. খ। ১৫. ঘ। ১৬. ক। ১৭. গ। ১৮. গ। ১৯. খ। ২০. ক।