৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৭
৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ১৭তম পর্বে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. বান্দরবান
গ. রাঙামাটি
ঘ. টেকনাফ
২. ‘বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০’ যার সঙ্গে যুক্ত—
ক. ভূরাজনীতি
খ. বন্য প্রাণী সংরক্ষণ
গ. গ্রিনহাউস প্রতিক্রিয়ার
ঘ. জলবায়ু পরিবর্তন
৩. জোয়ার-ভাটার ফলে নদীতে কোনটি ঘটে?
ক. লবণাক্ততা বৃদ্ধি পায়
খ. পানির ঘনত্ব বেড়ে যায়
গ. নদীখাত গভীর হয়
ঘ. নদী নাব্যতা হারায়
৪. ‘মাধবকুণ্ড জলপ্রপাত’ কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. হবিগঞ্জ
গ. চট্টগ্রাম
ঘ. মৌলভীবাজার
৫. ‘মহাবিষুব’ কখন ঘটে?
ক. ২১ মার্চ
খ. ২১ অক্টোবর
গ. ২১ সেপ্টেম্বর
ঘ. ২১ জানুয়ারি
৬. Tiger Point কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. সুন্দরবন
গ. কক্সবাজার
ঘ. বান্দরবান
৭. লালমাই পাহাড় বাংলাদেশের কোন প্রাকৃতিক অঞ্চলের মধ্যে অবস্থিত?
ক. টারশিয়ারি যুগের পাহাড়
খ. উত্তর-পূর্ব পাহাড়
গ. দক্ষিণ-পূর্ব পাহাড়
ঘ. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
৮. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে?
ক. ট্রপোবিরতি
খ. আয়নস্তর
গ. তাপস্তর
ঘ. মেসোমণ্ডল
৯. জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?
ক. অমাবস্যায়
খ. একাদশীতে
গ. অষ্টমীতে
ঘ. পঞ্চমীতে
১০. ‘আদিনাথ মন্দির’ কোথায় অবস্থিত?
ক. মহেশখালী দ্বীপে
খ. সোনাদিয়া দ্বীপে
গ. কুতুবদিয়া দ্বীপে
ঘ. সন্দ্বীপে
১১. বাংলাদেশ-ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তি রায়ে কত বর্গ কি.মি. জায়গাজুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ১৮,৯০০ বর্গ কি.মি.
খ. ১৯,৪৬৭ বর্গ কি.মি.
গ. ১৯,৭৫৬ বর্গ কি.মি.
ঘ. ২১,২৫০ বর্গ কি.মি.
১২. বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত?
ক. ৭৮.০২%
খ. ৭৭.০৮%
গ. ৭৬.০৫%
ঘ. ৭৫.০৪%
১৩. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
ক. ডিজাস্টার স্কেল
খ. মিটার স্কেল
গ. ভার্নিয়ার স্কেল
ঘ. রিখটার স্কেল
১৪. বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা দৈর্ঘ্য কত?
ক. ৭১৬ কিলোমিটার
খ. ৬,৫১৪ কিলোমিটার
গ. ৩,০১৫ কিলোমিটার
ঘ. ৪,১৫৬ কিলোমিটার
১৫. দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান নয় কোনটি?
ক. প্রতিরোধ
খ. কাঠামোগত প্রশমন
গ. পূর্বপ্রস্তুতি
ঘ. পুনরুদ্ধার
১৬. ২০০৭ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘সিডর’-এর গতিবেগ ঘণ্টায় কত ছিল?
ক. ১২০-১৬০ কি.মি.
খ. ১৮০-২২০ কি.মি.
গ. ২১০-২৩০ কি.মি.
ঘ. ২৪০-২৮০ কি.মি.
১৭. সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যের জন্য কোন পর্যটন স্থান খ্যাত?
ক. কক্সবাজার
খ. সেন্ট মার্টিন
গ. কুয়াকাটা
ঘ. সুন্দরবন
১৮. ‘পঞ্চম ড্রাগনের’ (Fifth Dragon) দেশ বলা হয় কোন দেশকে?
ক. জাপান
খ. দক্ষিণ কোরিয়া
গ. চীন
ঘ. তাইওয়ান
১৯. ‘বাংলাদেশের ছাদ’ বলা হয় কোন জেলাকে?
ক. রাঙামাটি
খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি
ঘ. কক্সবাজার
২০. মহাকাশে তারকার বিস্ফোরণকে কী বলে?
ক. ব্ল্যাকহোল
খ. শ্বেতবামন
গ. সুপারনোভা
ঘ. আলফা সেন্টুরি
মডেল টেস্ট ১৭–এর উত্তর
১. খ। ২. ঘ। ৩. গ। ৪. ঘ। ৫. ক। ৬. খ। ৭. ঘ। ৮. খ। ৯. ক। ১০. ক।
১১. খ। ১২. ক। ১৩. ঘ। ১৪. ঘ। ১৫. ঘ। ১৬. ঘ। ১৭. গ। ১৮. ঘ। ১৯. খ। ২০. গ।