সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-৭
১. ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’, এই পঙ্ক্তির রচয়িতা–
ক. হেলাল হাফিজ
খ. সৈয়দ শামসুল হক
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আল মাহমুদ
উত্তর: ক. হেলাল হাফিজ
২. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত সংবিধানের কততম সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট?
ক. চতুর্দশ সংশোধনী
খ. পঞ্চদশ সংশোধনী
গ. ষোড়শ সংশোধনী
ঘ. ত্রয়োদশ সংশোধনী
উত্তর: খ. পঞ্চদশ সংশোধনী
৩. পরিবেশ অধিদপ্তর কত সালে সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে?
ক. ১৯৯৫ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০৪ সালে
উত্তর: খ. ১৯৯৯ সালে
৪. ২০২৪ সালে ফিফা বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট (পুরুষ) পুরস্কার জিতেছেন–
ক. ভিনিসিয়ুস জুনিয়র
খ. কিলিয়ান এমবাপ্পে
গ. রদ্রি
ঘ. লামিনে ইয়ামাল
উত্তর: ক. ভিনিসিয়ুস জুনিয়র
৫. দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন–
ক. ডিং লিরেন
খ. গ্যারি কাসপারভ
গ. ডোমারাজ গুকেশ
ঘ. ম্যাগনাস কার্লসেন
উত্তর : গ. ডোমারাজ গুকেশ
৬. আন্তর্জাতিক অভিবাসী দিবস–
ক. ১১ সেপ্টেম্বর
খ. ১৫ ডিসেম্বর
গ. ১৮ ডিসেম্বর
ঘ. ১৭ নভেম্বর
উত্তর: গ. ১৮ ডিসেম্বর
৭. বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল–
ক. এ২৩এ
খ. বি-১৫এবি
গ. এ-৭৬
ঘ. বি-৩১
উত্তর: ক. এ২৩এ
৮. সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চিডো’ আফ্রিকা মহাদেশের কোন দেশে আঘাত হানে?
ক. ঘানা
খ. সোমালিয়া
গ. নাইজেরিয়া
ঘ. মোজাম্বিক
উত্তর: ঘ. মোজাম্বিক
৯. বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা–
ক. দ্য গার্ডিয়ান
খ. দ্য অবজারভার
গ. লন্ডন টাইমস
ঘ. লা প্রেস
উত্তর: খ. দ্য অবজারভার
১০. ২০২৪ সালে ‘গেম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে কোন গেম?
ক. অ্যাস্ট্রো বট
খ. রিবার্থ
গ. ব্ল্যাক মিথ: উকং
ঘ. মেটাফোর: রিফ্যান্টাজিও
উত্তর: ক. অ্যাস্ট্রো বট
১১. ২০২৪ সালের টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’–
ক. ইলন মাস্ক
খ. কমলা হ্যারিস
গ. প্রিন্সেস অব ওয়েলস কেট
ঘ. ডোনাল্ড ট্রাম্প
উত্তর: ঘ. ডোনাল্ড ট্রাম্প
১২. মস্কোয় ইউক্রেন কর্তৃক পরিচালিত বোমা বিস্ফোরণে নিহত রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান–
ক. ভ্যালেরি ত্রাঙ্কোভস্কি
খ. ইলিয়া পোলিকারপভ
গ. ইগর কিরিলভ
ঘ. দিমিত্রি মেদভেদেভ
উত্তর: গ. ইগর কিরিলভ
১৩. চীনের বিখ্যাত ‘তিয়েন আনমেন’ স্কয়ারে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়–
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৯ সালে
গ. ২০০৩ সালে
ঘ. ১৯৯৯ সালে
উত্তর: খ. ১৯৮৯ সালে
১৪. সম্প্রতি পার্লামেন্টে অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট–
ক. ইউন সুক ইওল
খ. হান দুং-হুন
গ. হান ডাক-সো
ঘ. হ্যান কান
উত্তর: ক. ইউন সুক ইওল
১৫. পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে ২৪ ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন–
ক. খুলনা এক্সপ্রেস
খ. রূপসী বাংলা
গ. সুন্দরবন এক্সপ্রেস
ঘ. জাহানাবাদ এক্সপ্রেস
উত্তর: ঘ. জাহানাবাদ এক্সপ্রেস
১৬. ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় কোন আদালতকে?
ক. ম্যাজিস্ট্রেট কোর্ট
খ. জজকোর্ট
গ. হাইকোর্ট
ঘ. সুপ্রিম কোর্ট
উত্তর: ঘ. সুপ্রিম কোর্ট
১৭. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত–
ক. লুৎফে সিদ্দিকী
খ. শফিকুল আলম
গ. মো. জসিম উদ্দিন
ঘ. খায়রুল কবির
উত্তর: ক. লুৎফে সিদ্দিকী
১৮. বাংলাদশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে–
ক. ব্র্যাক ব্যাংক
খ. ব্যাংক এশিয়া
গ. ডাচ্–বাংলা ব্যাংক
ঘ. সিটি ব্যাংক
উত্তর: খ. ব্যাংক এশিয়া
১৯. বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে জিটুজিভিত্তিক প্রস্তাবিত ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান–
ক. নরসিংদী
খ. গাজীপুর
গ. কুড়িগ্রাম
ঘ. বগুড়া
উত্তর: গ. কুড়িগ্রাম
২০. নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়–
ক. ২৫ জুলাই, ১৯৭১
খ. ১ আগস্ট, ১৯৭১
গ. ৩০ আগস্ট, ১৯৭১
ঘ. ৩ নভেম্বর, ১৯৭১
উত্তর: খ. ১ আগস্ট, ১৯৭১
*লেখক: নওশিন সাদিয়া, শিক্ষার্থী