মাথাপিছু আয়, টেররিজম ইনডেক্স, প্রথম শহীদ মিনার, জাতীয় নাগরিক পার্টি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এলিফ্যান্ট কূটনীতি কি, জানুন

ছবি: প্রথম আলো

১. ‘Elephant Diplomacy’কোন দুটি দেশের সঙ্গে সম্পর্কিত?
ক. থাইল্যান্ড, জাপান
খ. ইতালি, চীন
গ. রাশিয়া, মিয়ানমার
ঘ. ইউক্রেন, ফ্রান্স
উত্তর: গ. রাশিয়া, মিয়ানমার

২. জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান-
ক. অধ্যাপক মুহাম্মদ ইউনূস
খ. অধ্যাপক আলী রীয়াজ
গ. নাহিদ ইসলাম
ঘ. মহিউদ্দিন আহমদ
উত্তর : ক. অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন

৩. ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় -
ক. ৩ হাজার ২১৫ মার্কিন ডলার
খ. ১ হাজার ৯৮০ মার্কিন ডলার
গ. ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার
ঘ. ২ হাজার ৬৪০ মার্কিন ডলার
উত্তর: গ. ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার

৪. ‘রোসাটম’কোন দেশের রাষ্ট্রীয় পরমাণু শক্তি কোম্পানি?
ক. ইরান
খ. উত্তর কোরিয়া
গ. ইন্ডিয়া
ঘ. রাশিয়া
উত্তর: ঘ. রাশিয়া

৫. ২০২৫ সালের গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই) সূচকে বাংলাদেশের অবস্থান-
ক. ২৩তম
খ. ৩৫তম
গ. ৪৭তম
ঘ. ৬২তম
উত্তর: খ. ৩৫তম

৬. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিতাদেশ কার্যকর হয়-
ক. ৩ মার্চ, ২০২৫
খ. ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
গ. ১ মার্চ, ২০২৫
ঘ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
উত্তর: ক. ৩ মার্চ, ২০২৫

৭. আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)–এর সবশেষ সদস্যদেশ-
ক. পালাউ
খ. অ্যান্ডোরা
গ. রোমানিয়া
ঘ. সেন্ট কিটস্ অ্যান্ড নেভিস
উত্তর : ক. পালাউ

আরও পড়ুন

৮. "You either die a hero or live long enough to see yourself become the villain." উক্তিটি কোন সিনেমার সংলাপ?
ক. Gladiator
খ. The Dark Knight
গ. Extraction
ঘ. Joker
উত্তর : খ. The Dark Knight

৯. নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা-
ক. ১২টি
খ. ১০টি
গ. ৮টি
ঘ. ৬টি
উত্তর : গ. ৮টি

১০. বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করে-
ক. ২০ জানুয়ারি, ২০২৫
খ. ২১ ফেব্রুয়ারি, ২০২৫
গ. ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঘ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
উত্তর: ঘ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

১১. USAID কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৬১ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৪৬ সালে
উত্তর: ক. ১৯৬১ সালে

১২. নিউজিল্যান্ডের কোন পর্বত আইনিভাবে ‘মানুষ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে?
ক. মাউন্ট অ্যাসপাইরিং
খ. মাউন্ট তাসমান
গ. মাউন্ট তারানাকি
ঘ. মাউন্ট ভ্যাঙ্কুভার
উত্তর: গ. মাউন্ট তারানাকি

১৩. প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটার সমুদ্রতলদেশীয় নির্মাণাধীন বিশ্বের দীর্ঘতম Cable Project কী নামে পরিচিত?
ক. PEACE Cable
খ. SEA-ME-WE 6
গ. Medusa
ঘ. Waterworth
উত্তর: ঘ. Waterworth

১৪. চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান-
ক. ওডিসিয়াস
খ. ব্লু গোস্ট
গ. আর্ক
ঘ. ইভেন্ট হরিজন
উত্তর : ক. ওডিসিয়াস

১৫. ভাষাশহীদদের স্মরণে নির্মিত দেশের প্রথম শহীদ মিনার কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. খুলনা
গ. রাজশাহী
ঘ. চট্টগ্রাম
উত্তর: গ. রাজশাহী

১৬. বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত প্রথম বই-
ক. ব্যবহরিক বাংলা অভিধান
খ. লাইলি মজনু
গ. বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা
ঘ. বাবুরনামা
উত্তর: খ. লাইলি মজনু

১৭. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭৭ সালে
খ. ১৯৮০ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তর: গ. ১৯৮৩ সালে

১৮. জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা-
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: খ. ২টি

১৯.‘গণহত্যা জাদুঘর’কোথায় অবস্থিত?
ক. খুলনা
খ. যশোর
গ. শেরপুর
ঘ. রংপুর
উত্তর : ক. খুলনা

২০. ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত গেজেট অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদের সংখ্যা-
ক. ৭৮৯ জন
খ. ৬৯৮ জন
গ. ৮৩৪ জন
ঘ. ১০২৪ জন
উত্তর: গ. ৮৩৪ জন