প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৩
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৩তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. ‘সাজিরা’ শব্দটিতে ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সঙ্গে
খ) উৎকৃষ্ট
গ) উত্তম
ঘ) অভাব
২. ‘ষ্ণ’—যুক্তবর্ণটির স্বরূপ কী?
ক) ষ্+ঞ
খ) ষ্+ণ
গ) ষ্+ন
ঘ) ক+ষ
৩. ‘মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।’ ‘পাঠশালা’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) করণে শূন্য
খ) অধিকরণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) কর্মে শূন্য
৪. ‘বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে’ উক্তিটি কোন রচনার অংশবিশেষ?
ক) দুরন্ত পথিক
খ) আঠারো বছর বয়স
গ) চলে মুসাফির
ঘ) যৌবনের গান
৫. নিচের কোন সমার্থক শব্দগুলো ভিন্নতর?
ক) করী, করন
খ) কর, পানি
গ) সারঙ্গ, কুরঙ্গ
ঘ) ভুজক, ভুজঙ্গম
৬. ‘সমভিব্যাহার’ শব্দটিতে কয়টি উপসর্গ আছে?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) দুটি
৭. ‘বামেতর’ শব্দটির অর্থ কী?
ক) ইতর
খ) বাম চোখ
গ) ডান
ঘ) বাম দিক
৮. ‘অহ্ন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) অপর
খ) রাত্রি
গ) সূর্য
ঘ) গতি
৯. ‘Transliteration’–এর বাংলা পরিভাষা কোনটি?
ক) প্রতিবর্ণীকরণ
খ) বর্ণীকরণ
গ) অনুবাদকরণ
ঘ) বর্ণান্তর
১০. ‘He has no political axe to grind’–এর সঠিক অনুবাদ কোনটি?
ক) তাঁর কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই।
খ) তাঁর কোনো রাজনৈতিক আদর্শ নেই।
গ) তাঁর জোরালো রাজনৈতিক মতামত নেই।
ঘ) তাঁর কোনো জোরালো রাজনৈতিক নীতি নেই।
১১. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরি মরি’ কোন ধরনের অব্যয়?
ক) পদান্বয়ী
খ) অনন্বয়ী
গ) অনুকার
ঘ) সমন্বয়ী
১২. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়—
ক) কুম্ভিলকবৃত্তি
খ) জলৌকাবৃত্তি
গ) বেতসবৃত্তি
ঘ) পতঙ্গবৃত্তি
১৩. ‘হরণ করার ইচ্ছা’ এককথায় কী বলে?
ক) জিঘাংসা
খ) জিহীর্ষা
গ) জিগমিষা
ঘ) জিগীষা
১৪. ‘সবুজ’ কোন ভাষার শব্দ?
ক) দেশি
খ) সংস্কৃত
গ) পর্তুগিজ
ঘ) ফারসি
১৫. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) দ্বীপ+অয়ন
খ) দ্বিপ+অনট
গ) দ্বিপ+আয়ন
ঘ) দ্বীপ+আনট
১৬. জীবনানন্দ দাসের প্রকাশিত প্রথম কবিতা কোনটি?
ক) ঝরাপালক
খ) মহাপৃথিবী
গ) দেশবন্ধুর প্রয়াণে
ঘ) বর্ষা আবাহন
১৭. ‘আত্মঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
ক) অশোক মিত্র
খ) অতুল সুর
গ) নীরদচন্দ্র চৌধুরী
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৮. নিচের কোনটি ব্যতিক্রম?
ক) গীতাঞ্জলি
খ) গীতালি
গ) গীতিগুচ্ছ
ঘ) গীতবিতান
১৯. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ নয়?
ক) বিড়ালতপস্বী
খ) নরসিংহ
গ) বীরসিংহ
ঘ) পুরুষসিংহ
২০. ‘মানুষ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কোন নামটি উল্লেখ করেননি?
ক) চেঙ্গিস
খ) গজনি মামুদ
গ) কালাপাহাড়
ঘ) লেলিন
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৩-এর উত্তর
১. খ। ২. খ। ৩. গ। ৪. ঘ। ৫. খ। ৬. খ। ৭. গ। ৮. খ। ৯. ক। ১০. ক।
১১. খ। ১২. ক। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ক। ১৬. ঘ। ১৭. গ। ১৮. গ। ১৯. ক। ২০. ঘ।