৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৯
৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ নবম পর্বে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কে?
ক. ভিন্ট সার্ফ
খ. রে টমলিনসন
গ. টিম বার্নার্স লি
ঘ. জন ম্যাকার্থি
২. কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস?
ক. সিডি রম
খ. স্মার্ট কার্ড
গ. মেমোরি কার্ড
ঘ. পেনড্রাইভ
৩. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি?
ক. মাইক্রো কম্পিউটার
খ. মেগা কম্পিউটার
গ. সুপারকম্পিউটার
ঘ. মেইনফ্রেম কম্পিউটার
৪. বিজনেস টু বিজনেস মার্কেটিংয়ের জন্য কোন সামাজিক নেটওয়ার্কটি সর্বাধিক জনপ্রিয়?
ক. ফেসবুক
খ. টুইটার
গ. ইনস্টাগ্রাম
ঘ. লিংকডইন
৫. জুম অডিও বা ভিডিও কনফারেন্স টুলটির প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ এরিকসন
খ. মিশেল জর্জ
গ. এরিক ইউয়ান
ঘ. স্যামুয়েল টমলিনসন
৬. ১ টেরাবাইট সমান (=) কত বাইট?
ক. ২১০ বাইট
খ. ২২০ বাইট
গ. ২৪০ বাইট
ঘ. ২৬০ বাইট
৭. কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেব্ল দরকার হয়?
ক. বাস টপোলজি
খ. রিং টপোলজি
গ. স্টার টপোলজি
ঘ. ট্রি টপোলজি
৮. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন?
ক. ব্রডব্যান্ড
খ. ভয়েসব্যান্ড
গ. ন্যারোব্যান্ড
ঘ. লার্জব্যান্ড
৯. কম্পিউটারের অবিচ্ছেদ্য অংশ নয় কোনটি?
ক. সিপিইউ
খ. মনিটর
গ. ইউপিএস
ঘ. মাউস
১০. ‘হটস্পট’ কী?
ক. নির্দিষ্ট উত্তপ্ত এলাকা
খ. তারযুক্ত ইন্টারনেট
গ. তারবিহীন ইন্টারনেট
ঘ. বিশ্বব্যাপী নেটওয়ার্কব্যবস্থা
১১. নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কী বলে?
ক. আইপি অ্যাড্রেস
খ. ম্যাক অ্যাড্রেস
গ. ইউআরএল
ঘ. নেটওয়ার্ক ড্রাইভার
১২. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?
ক. হাব
খ. সুইচ
গ. রাউটার
ঘ. রিপিটার
১৩. পেনড্রাইভে কোনটি ব্যবহৃত হয়?
ক. ইএ রম
খ. ইই রম
গ. ইপি রম
ঘ. এম রম
১৪. কোনো কাজের চিত্রভিত্তিক উপস্থাপনকে কী বলে?
ক. আইকন
খ. লিনাক্স
গ. কন্ট্রোল প্যানেল
ঘ. ডিস্ক ফ্রাগমেন্টেশন
১৫. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কোনটি?
ক. ভিএলএসআই-এর ব্যবহার আইসি
খ. অপটিক্যাল ফাইবার ব্যবহার
গ. আইসি-এর ব্যবহার
ঘ. মাল্টিপ্রসেসর ব্যবহার
১৬. কোন প্রক্রিয়ায় প্রেরকযন্ত্র তাৎক্ষণিকভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে?
ক. অ্যাসিনক্রোনাস
খ. সিনক্রোনাস
গ. আইসোক্রোনাস
ঘ. মাল্টিকাস্ট
১৭. প্রটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস?
ক. এনআইসি
খ. ব্রিজ
গ. রিপিটার
ঘ. গেটওয়ে
১৮. বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি সংখ্যা ব্যবহার করা হয়?
ক. ২টি
খ. ৩টি
গ. ৬টি
ঘ. ৭টি
১৯. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
ক. স্প্রেডশিট সফটওয়্যার
খ. ডেটাবেজ সফটওয়্যার
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার
ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
২০. ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদের কী বলে?
ক. সিটিজেন
খ. মেটিজেন
গ. নেটিজেন
ঘ. লেটিজেন
মডেল টেস্ট ৯-এর উত্তর
১. ঘ। ২. ক। ৩. গ। ৪. ঘ। ৫. গ। ৬. গ। ৭. গ। ৮. ক। ৯. গ। ১০. গ।
১১. খ। ১২. গ। ১৩. খ। ১৪. ক। ১৫. খ। ১৬. খ। ১৭. ঘ। ১৮. ক। ১৯. খ। ২০. গ।