সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা

ছবি: প্রথম আলো

সহকারী জজ নিয়োগের ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আবশ্যিক সাধারণ ও আইন বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২০ জুলাই। আবশ্যিক বিষয়ের পরীক্ষা চলবে ৩০ জুলাই পর্যন্ত। ঐচ্ছিক বিষয়-১ ও ঐচ্ছিক বিষয়-২–এর পরীক্ষা হবে ৩১ জুলাই। পরীক্ষার্থীদের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর।

আরও পড়ুন

পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা—

  • প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্রের নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

  • পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

  • লিখিত পরীক্ষার প্রশ্ন বিতরণের ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

  • প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবির মিল না থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন
  • পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, ওয়ালেট/মানিব্যাগ, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক/হাত ঘড়ি, মোবাইল ফোন এবং তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস সঙ্গে রাখা/আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

  • কোনো পরীক্ষার্থী পরীক্ষায় নকল করলে বা অন্য কোনোভাবে অসদুপায় অবলম্বন করলে বা কোনো অসদাচরণ করলে তাঁকে সংশ্লিষ্ট পরীক্ষা ও পরবর্তী সব পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণাসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
  • প্রতিদিনের হাজিরা, উত্তরপত্রসহ সব কাগজপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর একই ধরনের হতে হবে।

  • পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণের পরবর্তী এক ঘণ্টার মধ্যে কোনো উত্তরপত্র জমা দেওয়া যাবে না।

  • কোনো পরীক্ষার্থী জরুরি প্রয়োজনে পরীক্ষা শুরুর প্রথম এক ঘণ্টার পর দায়িত্ব পালনকারী পরিদর্শকের অনুমতি নিয়ে স্বল্প সময়ের জন্য পরীক্ষাকক্ষের বাইরে যেতে পারবেন।

আরও পড়ুন