প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ড-এক্সএআই উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কী—জেনে নিন

ছবি: ইউএনবি নিউজ

১. আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন?

ক. ৭ম

খ. ৮ম

গ. ৯ম

ঘ. ১০ম

উত্তর: গ. ৯ম

২. সম্প্রতি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যপদ ফিরে পেয়েছে—

ক. সিরিয়া

খ. বুরকিনা ফাসো

গ. আলবেনিয়া

ঘ. উজবেকিস্তান

উত্তর: ক. সিরিয়া (ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭)

আরও পড়ুন

৩. রামসাগর জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?

ক. শেরপুর

খ. নীলফামারী

গ. দিনাজপুর

ঘ. হবিগঞ্জ

উত্তর: গ. দিনাজপুর

৪. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন ‘টেংরাগিরি বনাঞ্চল’ কোন জেলায় অবস্থিত?

ক. কক্সবাজার

খ. ভোলা

গ. সাতক্ষীরা

ঘ. বরগুনা

উত্তর: ঘ. বরগুনা

৫. বাংলাদেশে কয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে?

ক. ৫টি

খ. ৭টি

গ. ৮টি

ঘ. ১০টি

উত্তর: ঘ. ১০টি

আরও পড়ুন

৬. মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত বীর মুক্তিযোদ্ধা—

ক. ইউ কে চিং মারমা

খ. সুকান্ত চাকমা

গ. কাঁকন বিবি

ঘ. মং ছেন লা

উত্তর: ক. ইউ কে চিং মারমা

৭. কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?

ক. স্যার সৈয়দ আহমদ খান

খ. সৈয়দ আমীর আলী

গ. মওলানা আজাদ

ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

উত্তর: ক. স্যার সৈয়দ আহমদ খান

৮. কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন—

ক. ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

খ. মেলানি জোলি

গ. মার্ক কার্নি

ঘ. বিল ব্লেয়ার

উত্তর: গ. মার্ক কার্নি

৯. ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়—

ক. ২০ মার্চ

খ. ১৮ মার্চ

গ. ১০ মার্চ

ঘ. ৬ মার্চ

উত্তর: গ. ১০ মার্চ

১০. আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সর্বশেষ সদস্যদেশ—

ক. ইরিত্রিয়া

খ. ইউক্রেন

গ. আর্জেন্টিনা

ঘ. সোমালিয়া

উত্তর: খ. ইউক্রেন (১২৫তম সদস্য)

আরও পড়ুন

১১. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠিত হয়—

ক. ১৯৯৭ সালে

খ. ২০০০ সালে

গ. ২০০২ সালে

ঘ. ২০০৫ সালে

উত্তর: খ. ২০০০ সালে

১২. বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় (এলডিসি) যুক্ত হয়—

ক. ১৯৭২ সালে

খ. ১৯৭৭ সালে

গ. ১৯৭৩ সালে

ঘ. ১৯৭৫ সালে

উত্তর: ঘ. ১৯৭৫ সালে

১৩. ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট—

ক. গ্রোক

খ. ক্লাউড

গ. পো

ঘ. ক্যারেক্টার এআই

উত্তর: ক. গ্রোক

১৪. মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানায় গ্রেপ্তার করা রদ্রিগো দুতার্তে কোন দেশের সাবেক প্রেসিডেন্ট?

ক. মেক্সিকো

খ. ফিলিপাইন

গ. লাওস

ঘ. গুয়েতেমালা

উত্তর: খ. ফিলিপাইন

১৫. বিশ্বে প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ড—

ক. পাম্পআপ

খ. বিটাকোর

গ. বিটাহার্ট

ঘ. বাইভাকোর

উত্তর: ঘ. বাইভাকোর

১৬. ২০০১ সালে প্রতিষ্ঠিত সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্যরাষ্ট্র কয়টি?

ক. ৯টি

খ. ১২টি

গ. ১৪টি

ঘ. ১৫টি

উত্তর: ক. ৯টি

১৭. চীনের সহযোগিতায় নির্মিত চ্যাঙ্কে বন্দর কোন দেশে অবস্থিত?

ক. চিলি

খ. পেরু

গ. কলোম্বিয়া

ঘ. ভেনিজুয়েলা

উত্তর: খ. পেরু

১৮. বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়—

ক. ১৯৭৬ সালে

খ. ১৯৮২ সালে

গ. ১৯৮৬ সালে

ঘ. ১৯৮৮ সালে

উত্তর: গ. ১৯৮৬ সালে

১৯. বিরোধপূর্ণ নাগরনো কারাবাখ অঞ্চল নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে—

ক. ভারত, চীন

খ. আফগানিস্তান, পাকিস্তান

গ. চীন, দক্ষিণ কোরিয়া

ঘ. আর্মেনিয়া, আজারবাইজান

উত্তর : ঘ. আর্মেনিয়া, আজারবাইজান

২০. বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদান রাখায় এ বছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন—

ক. মেহেদী হাসান খান

খ. জামাল নজরুল ইসলাম

গ. ড. মাকসুদুল আলম

ঘ. সেঁজুতি সাহা

উত্তর : খ. জামাল নজরুল ইসলাম

* লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন