৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২২
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ রোববার নিয়মিত আয়োজনের ২২তম পর্বে আন্তর্জাতিক বিষয়াবলির মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন কে?
ক. অজয় বাঙা
খ. জর্জ উডস
গ. ডেভিড ম্যালপাস
ঘ. রবার্ট জোয়েলিক
২. ইউটিউবের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে?
ক. সুসান ওজসিকি
খ. নীল মোহন
গ. সুন্দর পিচাই
ঘ. ম্যাট হ্যালপ্রিন
৩. ইউক্রেনে হামলার ইস্যুতে জাতিসংঘের কোন সংস্থা থেকে রাশিয়ার সদস্য পদ স্থগিত করা হয়?
ক. UNHRC
খ. UNIDO
গ. UNESCO
ঘ. UNHCR
৪. জাতিসংঘের কোন সংস্থা ‘ইউএন বাংলা’ ফন্টের ইউনিকোড সংস্করণ প্রকাশ করেছে?
ক. UNESCO
খ. UNDP
গ. UNICEF
ঘ. UNIDO
৫. কপ-২৭ সম্মেলনের সবচেয়ে বড় অর্জন কী?
ক. লস অ্যান্ড ড্যামেজ চুক্তি সম্পাদন
খ. প্যারিস চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার
গ. জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাসকরণে ঐকমত্য
ঘ. বিশ্বের তাপমাত্রা হ্রাসকরণের অঙ্গীকার
৬. সম্প্রতি ইউনেসকো ইউক্রেনের কোন বন্দরনগরীকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে?
ক. ওদেসা
খ. খেরসন
গ. কিয়েভ
ঘ. খারকিভ
৭. লুজান চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে?
ক. ২০২৩
খ. ২০২৪
গ. ২০২৫
ঘ. ২০২৬
৮. নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন কোন সাগরের তলদেশে অবস্থিত?
ক. কৃষ্ণসাগর
খ. আজভ সাগর
গ. বাল্টিক সাগর
ঘ. আর্কটিক সাগর
৯. ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি কোন জাহাজ হামলার শিকার হয়?
ক. বাংলার দূত
খ. কীর্তনখোলা
গ. এমভি বে ওয়ান
ঘ. বাংলার সমৃদ্ধি
১০. ‘ChatGPT’-এর পূর্ণরূপ কী?
ক. Chat Generative Pre-Trained Transformer
খ. Chat Global Pre-Trained Transformer
গ. Chat Global Processing Toolkit
ঘ. Chat Group Performance Technology
১১. রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক ‘New Start’ চুক্তির মেয়াদ শেষ হবে কবে?
ক. ৬ ফেব্রুয়ারি ২০২৪
খ. ২ জুন ২০২৩
গ. ৫ ফেব্রুয়ারি ২০২৫
ঘ. ৫ ফেব্রুয়ারি ২০২৬
১২. দনবাস অঞ্চলে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. পিস চুক্তি
খ. গ্রেইন চুক্তি
গ. মিনস্ক চুক্তি
ঘ. ট্রিটি অব ভার্সেইলস
১৩. ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন’ গ্রন্থটির লেখক কে?
ক. রমজান কাদিরভ
খ. জেফ জিয়েন্টস
গ. ক্লাউস শোয়েব
ঘ. শেলি ওবেরয়
১৪. ‘Dollar Diplomacy’ কূটনৈতিক কৌশলটি কোন দেশের?
ক. জাপান
খ. কানাডা
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
১৫. ‘প্যারাডাইস অব জোহরা’ কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কিত?
ক. কমলা বিপ্লব
খ. চীনা বিপ্লব
গ. ইরানের ইসলামি বিপ্লব
ঘ. কিউবা বিপ্লব
১৬. ‘বিশ্ব জলাভূমি দিবস’ পালিত হয় কবে?
ক. ২ জানুয়ারি
খ. ২ ফেব্রুয়ারি
গ. ২ মার্চ
ঘ. ২ এপ্রিল
১৭. ‘The extension of domestic policy is Foreign Policy’—উক্তিটি কার?
ক. অ্যারিস্টটল
খ. বিসমার্ক
গ. নেপোলিয়ান
ঘ. আব্রাহাম লিংকন
১৮. এসডিজির কত নম্বর অভীষ্টে ‘সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি’র কথা বলা হয়েছে?
ক. ৪
খ. ৮
গ. ৭
ঘ. ১৭
১৯. স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল কোন মতবাদের মাধ্যমে?
ক. মনরো ডকট্রিন
খ. ট্রুম্যান ডকট্রিন
গ. মার্শাল প্ল্যান
ঘ. মলোতব প্ল্যান
২০. কত সালে চীনে ‘শতফুল ফুটতে দাও’ নীতি গৃহীত হয়?
ক. ১৯৫২
খ. ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
মডেল টেস্ট-২২ (আন্তর্জাতিক বিষয়াবলি)–এর উত্তর
১. ক। ২. খ। ৩. ক। ৪. খ। ৫. ক। ৬. ক। ৭. ক। ৮. গ। ৯. ঘ। ১০. ক। ১১. ঘ। ১২. গ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. গ। ১৬. খ। ১৭. খ। ১৮. গ। ১৯. খ। ২০. ঘ।