প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩১
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন সময় প্রস্তুতি নেওয়ার। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৩১তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. মুক্তিযুদ্ধে একমাত্র নারী কমান্ডারের নাম কী?
ক) আশালতা বৈদ্য
খ) সিতারা বেগম
গ) মিনু রায়
ঘ) তারামন বিবি
২. দেশে কত সালে e-TIN প্রবর্তন করা হয়?
ক) ২০০৯
খ) ২০১০
গ) ২০১২
ঘ) ২০১৩
৩. ‘শিন-বেত’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক) যুক্তরাষ্ট্র
খ) রাশিয়া
গ) ইসরায়েল
ঘ) চীন
৪. প্রথম বাংলাদেশি হিসেবে কে পেশাদার বক্সিং বেল্ট অর্জন করেন?
ক) অনুপ চাকমা
খ) সুরকৃষ্ণ চাকমা
গ) আল আমিন
ঘ) রোকসানা বেগম
৫. বিশ্বের সর্ববৃহৎ বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
ক) রোম
খ) শিকাগো
গ) প্যারিস
ঘ) ফ্রাঙ্কফুর্ট
৬. ‘হামাস’ শব্দের অর্থ কী?
ক) আল্লাহর দল
খ) উদ্যম
খ) স্বপ্ন
ঘ) স্বাধীনতা
৭. ‘ফ্রাইডে ফর ফিউচার’ সংগঠনটি কী নিয়ে কাজ করে?
ক) আইন
খ) সংস্কৃতি
গ) পরিবেশ
ঘ) মানবাধিকার
৮. ‘ফার্স’ কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?
ক) ইরাক
খ) ইরান
গ) কুয়েত
ঘ) কাতার
৯. বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ কালাজ্বর নির্মূল করে?
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) পাকিস্তান
ঘ) মালদ্বীপ
১০. সায়মা ওয়াজেদ পুতুল কোন সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন?
ক) ইউনিসেফ
খ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ) ইউনেসকো
ঘ) আইএলও
১১. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু সম্পর্কে বলেন ‘লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার তাঁরা শাস্তি এড়াতে পারবে না’—এ দম্ভোক্তি করা ব্যক্তিটি কে?
ক) জেনারেল নিয়াজী
খ) জেনারেল টিক্কা খান
গ) জেনারেল ইয়াহিয়া খান
ঘ) জেনারেল হামিদ খান
১২. সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করা হয় কততম সংশোধনীতে?
ক) পঞ্চদশ
খ) চতুর্দশ
গ) ত্রয়োদশ
ঘ) দ্বাদশ
১৩. ‘ঘোড়া কূটনীতি’ কোন দুইটি দেশের মধ্যে আলোচিত?
ক) যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
খ) ফ্রান্স ও চীন
গ) ফ্রান্স ও ভারত
ঘ) পাকিস্তান ও চীন
১৪. হংকং কোন দেশের উপনিবেশ ছিল?
ক) রাশিয়া
খ) ফ্রান্স
গ) ইউএসএ
ঘ) ইউকে
১৫. ‘ব্লু লাইন’ কোন দুটির মধ্যে সীমারেখা?
ক) ইসরায়েল-লেবানন
খ) ইসরায়েল-ফিলিস্তিন
গ) ইসরায়েল-সিরিয়া
ঘ) ইসরায়েল-জর্ডান
১৬. টাইম ম্যাগাজিন কোন দেশ থেকে প্রকাশিত হয়?
ক) স্পেন
খ) ইংল্যান্ড
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ফ্রান্স
১৭. বিশ্ব স্কাউট দিবস কবে পালিত হয়?
ক) ২২ ফেব্রুয়ারি
খ) ২৩ ফেব্রুয়ারি
গ) ২৪ ফেব্রুয়ারি
ঘ) ২৫ ফেব্রুয়ারি
১৮. ‘ওরা টোকাই কেন?’ গ্রন্থের লেখক কে?
ক) শেখ হাসিনা
খ) শেখ রেহেনা
গ) শেখ সেলিম
ঘ) শেখ ফজলে নূর তাপস
১৯. ‘মনপুরা-৭০’ কার আঁকা চিত্রকর্ম?
ক) কামরুল হাসান
খ) কাইয়ুম চৌধুরী
গ) রফিকুন নবী
ঘ) জয়নুল আবেদিন
২০. ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ গানটির গীতিকার কে?
ক) কাওসার আহমেদ চৌধুরী
খ) রথীন্দ্রনাথ রায়
গ) পথিক নবী
ঘ) খুরশিদ আলম
মডেল টেস্ট ৩১-এর উত্তর:
১. ক। ২. ঘ। ৩. গ। ৪. খ। ৫. ঘ। ৬. খ। ৭. গ। ৮. খ। ৯. ক। ১০. খ।
১১. গ। ১২. গ। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ক। ১৬. খ। ১৭. ক। ১৮. ক। ১৯. ঘ। ২০. ক।