প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ২২তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে?
ক) ড. কামাল হোসেন
খ) বেগম রাজিয়া বানু
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) আবু সায়ীদ চৌধুরী
২. বাংলাদেশের কোন মসজিদকে ‘ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান’ ঘোষণা করেছে?
ক) কুসুমা মসজিদ
খ) ষাট গম্বুজ মসজিদ
গ) আতিয়া জামে মসজিদ
ঘ) ছোট সোনা মসজিদ
৩. বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয়?
ক) ২১ মার্চ, ২০১৮
খ) ২৩ মার্চ, ২০১৮
গ) ২৬ মার্চ, ২০১৮
ঘ) ২৮ মার্চ, ২০১৮
৪. বাংলাদেশের প্রধান আইন কর্মকতা কে?
ক) আইন সচিব
খ) অ্যাটর্নি জেনারেল
গ) প্রধান বিচারপতি
ঘ) আইনমন্ত্রী
৫. ‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত?
ক) কাঠমুন্ডু
খ) কাশ্মীর
গ) ভুটান
ঘ) হিমাচল
৬. প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন?
ক) ক্লাইভ লয়েড
খ) ভিভ রিচার্ডস
গ) অমরনাথ
ঘ) ডেভিড বুন
৭. স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি?
ক) ৭টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ৬টি
৮. যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
ক) ১৭৭৬
খ) ১৮৭৬
গ) ১৮৭২
ঘ) ১৭৭২
৯. বিশ্ব মানবাধিকার দিবস কবে?
ক) ২৬ জুন
খ) ১ আগস্ট
গ) ১ মে
ঘ) ১০ ডিসেম্বর
১০. ‘দুর্ভিক্ষের চিত্রমালা’ কোন মন্বন্তরকে অবলম্বন করে আঁকা হয়েছে?
ক) ছিয়াত্তরের মন্বন্তর
খ) তেতাল্লিশের মন্বন্তর
গ) চুয়াত্তরের মন্বন্তর
ঘ) সত্তরের মন্বন্তর
১১. ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল?
ক) সুরশুভ
খ) কোটলাস
গ) পেট্রোগ্রাড
ঘ) ভলগাদা
১২. ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কী?
ক) ইলন মাস্ক
খ) মার্ক জাকারবার্গ
গ) জ্যাক ডর্সি
ঘ) স্টিভ জবস
১৩. ‘আমি অগ্রসর হই মৃত্যুর পথে। আপনারা অগ্রসর হোন জীবনের পথে। কোন পথ মহত্তর? বিশ্বনিয়ন্তাই তার জবাব দেবেন।’—কে বলেছেন?
ক) প্লেটো
খ) এরিস্টটল
গ) সক্রেটিস
ঘ) পিথাগোরাস
১৪. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়?
ক) ভিয়েনা, অস্ট্রিয়া
খ) নিউইয়র্ক, যুক্তরাজ্য
গ) প্যারিস, ফ্রান্স
ঘ) লন্ডন, যুক্তরাজ্য
১৫. পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
ক) এ কে ফজলুল হক
খ) চৌধুরী খালেকুজ্জামান
গ) মুহাম্মদ আলী
ঘ) ইস্কান্দার মীর্জা
১৬. মূল্য ও বাজার নিয়ন্ত্রণব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক) ইলতুৎমিশ
খ) বলবন
গ) আলাউদ্দিন খলজি
ঘ) মুহাম্মদ বিন তুঘলক
১৭. কোন শতাব্দীতে মুহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশে বা ভারতবর্ষে আসেন?
ক) একাদশ
খ) দ্বাদশ
গ) ত্রয়োদশ
ঘ) চর্তুদশ
১৮. চরমপত্র খ্যাত ব্যক্তির নাম কী?
ক) মাওলানা ভাসানী
খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
গ) শহীদ সোহরাওয়ার্দী
ঘ) এম আর আখতার মুকুল
১৯. দেশের প্রথম নারী মহানিয়ন্ত্রক কে?
ক) মাহমুদা হক চৌধুরী
খ) ফাহমিদা ইসলাম
গ) রাজিয়া বেগম
ঘ) ফারজানা ইসলাম
২০. অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিগণ ‘সর্বজনীন পেনশন স্কিম’–এর কোন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন?
ক) প্রবাস
খ) সুরক্ষা
গ) প্রগতি
ঘ) সমতা
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২২-এর উত্তর
১. গ। ২. খ। ৩. ক। ৪. খ। ৫. খ। ৬. ক। ৭. গ। ৮. ক। ৯. ঘ। ১০. খ
১১. গ। ১২. খ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. ক। ১৬. গ। ১৭. গ। ১৮. ঘ। ১৯. খ। ২০. খ।