৪৬তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২১
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ২১তম পর্বে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. সুশাসন এমন এক শাসনব্যবস্থা, যেখানে শাসক ও শাসিতের মধ্যে ...সম্পর্ক বিদ্যমান। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসান।
ক. আস্থার
খ. বৈরী
গ. সৌহার্দ্যের
ঘ. অনুকূল
২. ‘জ্ঞান হয় পুণ্য’- এই উক্তিটি কার?
ক. থেলিস
খ. সক্রেটিস
গ. অ্যারিস্টটল
ঘ. প্লেটো
৩. ‘Justice delayed is justice denied.’ কার উক্তি?
ক. অমর্ত্য সেন
খ. গ্লাডস্টোন
গ. মিশেল ফুঁকো
ঘ. মার্টিন লুথার কিং
৪. আধুনিক পরানীতিবিদ্যার জনক কে?
ক. পপেনো
খ. হল্যান্ড
গ. মসকা
ঘ. জি ই মুর
৫. ‘সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন—
ক. ডেকার্ট
খ. ডেভিড হিউম
গ. ইমানুয়েল কান্ট
ঘ. জন লক
৬. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে—
ক. শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
খ. সরকারি কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
গ. সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
ঘ. দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
৭. জীবনের সব ক্ষেত্রে রুক্ষ আচরণের পরিবর্তে কোমল আচরণের বহিঃপ্রকাশ ঘটায় কোনটি?
ক. সুশাসন
খ. মূল্যবোধ শিক্ষা
গ. স্বাধীন বিচার বিভাগ
ঘ. আইনের শাসন
৮. ‘শাসক যদি ন্যায়বান হয়, তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয়, তাহলে আইন নিরর্থক।’ কে বলেছেন?
ক. অ্যারিস্টটল
খ. প্লেটো
গ. ম্যাককরনি
ঘ. কফি আনান
৯. গণতন্ত্রের প্রাণ বলা যায় কোনটিকে?
ক. পরমতসহিষ্ণুতা
খ. সুশাসন
গ. সহমর্মিতা
ঘ. সৌহার্দ্য
১০. ইউরোপিয়ান কমিশন সুশাসন নিশ্চিত করতে কোনটি প্রকাশ করে?
ক. কমনপত্র
খ. সবুজপত্র
গ. শ্বেতপত্র
ঘ. কালপত্র
১১. UNHCR -এর মতে, সুশাসনের উপাদান কতটি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৮টি
ঘ. ১০টি
১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিধান সংযোজন করা হয়েছে—
ক. ১৫ অনুচ্ছেদে
খ. ২২ অনুচ্ছেদে
গ. ১৮ অনুচ্ছেদে
ঘ. ২৫ অনুচ্ছেদে
১৩. সুশাসন বাস্তবায়নের অন্যতম হাতিয়ার কী?
ক. ই-গভর্ন্যান্স
খ. জনগণ
গ. সরকার
ঘ. রাজনৈতিক দল
১৪. দেশে সুষম ও টেকসই উন্নয়ন সম্ভব হয় ... প্রতিষ্ঠার ফলে।
ক. সুশাসন
খ. সামাজিক ন্যায়বিচারের ফলে
গ. অর্থনৈতিক প্রবাহের ফলে
ঘ. কোনোটিই নয়
১৫. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
ক. ২০১০
খ. ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৩
১৬. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
ক. রাজনৈতিক
খ. অর্থনৈতিক
গ. মৌলিক
ঘ. সামাজিক
১৭. ‘বিপরীত বৈষম্য’-এর নীতিটি প্রয়োগ করা হয়—
ক. নারীদের ক্ষেত্রে
খ. সংখ্যালঘুদের ক্ষেত্রে
গ. প্রতিবন্ধীদের ক্ষেত্রে
ঘ. পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
১৮. শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ—
ক. সব
খ. কিছুই না
গ. সর্বজনীন
ঘ. কিছু
১৯. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে—
ক. দুর্নীতি দূর হয়
খ. বিনিয়োগ বৃদ্ধি পায়
গ. আইনের শাসন
ঘ. কোনোটিই নয়
২০. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
ক. দায়িত্বশীলতা
খ. নৈতিকতা
গ. দক্ষতা
ঘ. সরলতা
মডেল টেস্ট ২১-এর উত্তর
১. ক। ২. খ। ৩. খ। ৪. ঘ। ৫. গ। ৬. গ। ৭. খ। ৮. ক। ৯. ক। ১০. গ।
১১. খ। ১২. গ। ১৩. ক। ১৪. ক। ১৫. গ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. খ। ১৯.খ। ২০. খ ।