সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-৪
১. বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
ক. মিরসরাই
খ. টঙ্গী
গ. আশুলিয়া
ঘ. আনোয়ারা
উত্তর: ক. মিরসরাই
২. মণিপুরি সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব কোনটি?
ক. দোল
খ. মাঘীপূর্ণিমা
গ. চৈত্রসংক্রান্তি
ঘ. মহারাসলীলা
উত্তর: ঘ. মহারাসলীলা
৩. সম্প্রতি বাংলাদেশের সঙ্গে নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে কোন দেশের?
ক. তানজানিয়া
খ. পাকিস্তান
গ. তাইওয়ান
ঘ. কম্বোডিয়া
উত্তর: খ. পাকিস্তান
৪. জি-২০ সামাজিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ক. রিও ডি জেনিরো, ব্রাজিল
খ. সামারকন্দ, উজবেকিস্তান
গ. দিল্লি, ভারত
ঘ. প্যারিস, ফ্রান্স
উত্তর: ক. রিও ডি জেনিরো, ব্রাজিল
৫. যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কোন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইউক্রেন?
ক. AAM- 5
খ. ASM- 1
গ. ATACMS
ঘ. ALCM
উত্তর: গ. ATACMS
৬. কুমিল্লার ময়নামতি ওয়্যার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিয়ে যাচ্ছে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. জাপান
ঘ. ইতালি
উত্তর: গ. জাপান
৭. সম্প্রতি কোন দেশে ‘ট্রাক্টর ট্যাক্স’ (উত্তরাধিকার কর)–এর বিরুদ্ধে ব্যাপক কৃষক বিক্ষোভ দেখা দিয়েছে?
ক. তুরস্ক
খ. মেক্সিকো
গ. ইতালি
ঘ. যুক্তরাজ্য
উত্তর: ঘ. যুক্তরাজ্য
৮. বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলির দায়িত্ব পালন করছেন কে?
ক. করিম এ এ খান
খ. হিলারি চার্লসওর্থ
গ. জুয়ান ম্যানুয়েল গোমেজ
ঘ. নওয়াফ সালাম
উত্তর: ক. করিম এ এ খান
৯. ট্রাম্প প্রশাসনে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর (অধিকর্তা) হতে যাচ্ছেন কে?
ক. মার্কো রুবিও
খ. তুলসী গ্যাবার্ড
গ. ক্রিস্টি নোয়ম
ঘ. ক্রিস রাইট
উত্তর: খ. তুলসী গ্যাবার্ড
১০. প্রায় ৪০ বছর পর মধ্যপ্রাচ্যের কোন দেশে সম্প্রতি আদমশুমারি শুরু হয়েছে?
ক. কাতার
খ. ইয়েমেন
গ. বাহরাইন
ঘ. ইরাক
উত্তর: ঘ. ইরাক
১১. ‘ওয়েটাঙ্গি চুক্তি’ (Treaty of Waitangi) কোন আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট?
ক. মাওরি
খ. অ্যাবোরিজিনস
গ. মায়া
ঘ. তুয়ারেগ
উত্তর: ক. মাওরি
১২. দাবা খেলায় বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে?
ক. নিয়াজ মোর্শেদ
খ. জিয়াউর রহমান
গ. মনন রেজা
ঘ. রিয়াজ বিন সাত্তার
উত্তর: গ. মনন রেজা
১৩. বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি?
ক. কুয়েতি দিনার
খ. ওমানি রিয়াল
গ. ব্রিটিশ পাউন্ড
ঘ. মার্কিন ডলার
উত্তর: ক. কুয়েতি দিনার
১৪. আইসিবিএলের তথ্যমতে, ২০২৩ সালে ভূমি মাইন (ল্যান্ড মাইন) বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কোন দেশে?
ক. আফগানিস্তান
খ. ইউক্রেন
গ. সিরিয়া
ঘ. মিয়ানমার
উত্তর: ঘ. মিয়ানমার
১৫. ২০২৪ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৯৯তম
খ. ১০০তম
গ. ১০৬তম
ঘ. ১১০তম
উত্তর: গ. ১০৬তম
১৬. অক্টোবর, ২০২৪ সালে বন বিভাগের প্রতিবেদন অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত?
ক. ১৩৫টি
খ. ১২৫টি
গ. ১৩০টি
ঘ. ১২০টি
উত্তর: খ. ১২৫টি
১৭. ‘ডেলটা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কোন দেশ?
ক. নেদারল্যান্ডস
খ. সুইজারল্যান্ড
গ. ব্রাজিল
ঘ. কানাডা
উত্তর: ক. নেদারল্যান্ডস
১৮. রাফাহ ক্রসিং কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত?
ক. সিরিয়া-ইরাক
খ. ফিলিস্তিন-জর্ডান
গ. মিসর-ফিলিস্তিন
ঘ. জর্ডান-মিসর
উত্তর: গ. মিসর-ফিলিস্তিন
১৯. কবে নাগাদ সব সরকারি কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করেছেন পরিবেশ উপদেষ্টা?
ক. ২০৩০ সাল
খ. ২০২৮ সাল
গ. ২০২৭ সাল
ঘ. ২০২৫ সাল
উত্তর: ঘ. ২০২৫ সাল
২০. বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে?
ক. ১৮ নভেম্বর
খ. ২১ নভেম্বর
গ. ৩০ নভেম্বর
ঘ. ১৬ ডিসেম্বর
উত্তর: খ. ২১ নভেম্বর
গ্রান্থনা : নওশিন সাদিয়া