৪৬তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২০

মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদছবি: সাবিনা ইয়াসমিন

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ২০তম পর্বে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. সার্ভারের সঙ্গে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়—
ক. পিসি
খ. অর্ডার
গ. ওয়ার্ক স্টেশন
ঘ. হোস্ট

২. ‘কম্পিউটার বাগ’ কী?
ক. হার্ডওয়্যার ও হার্ডওয়্যারের বহির্বিভাগের ভুল
খ. সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
গ. হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল
ঘ. কোনোটিই নয়

আরও পড়ুন

৩. ‘আইবিএম’-এর সদর দপ্তর—
ক. ক্যালিফোর্নিয়া
খ. সানফ্রান্সিসকো
গ. নিউইয়র্ক
ঘ. ওয়াশিংটন

৪. ‘ইয়াহু’-এর প্রতিষ্ঠাতা—
ক. ডেভিড ফিলো ও জেরি ইয়াং
খ. ডেভিড কার্প ও রেইড হফম্যান
গ. র‌্যান্ডি কনরাডস ও পাভেল দুরভ
ঘ. জিওফ কুক ও ক্যাথেরিন কুক

৫. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
ক. বিজয়
খ. সুলেখা
গ. রূপসা
ঘ. সুতন্বী

৬. বাংলা বিজয় কি-বোর্ডের উদ্ভাবক এবং এর মেধাস্বত্বাধিকারীর নাম—
ক. আবদুল করিম
খ. আবদুস সালাম
গ. মোস্তফা কামাল
ঘ. মোস্তফা জব্বার

আরও পড়ুন

৭. E-mail ঠিকানায় ‘com’ দ্বারা কী বোঝায়?
ক. military
খ. commercial  
গ. government
ঘ. education

৮. ই-মেইল ঠিকানার ক্ষেত্রে BCC-এর পূর্ণ রূপ কোনটি?
ক. Balnk Carbon Copy
খ. Block Carbon Copy
গ. Blind Carbon Copy
ঘ. Bold Carbon Copy

৯. বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে?
ক. জাতীয় পরিচয়পত্র
খ. পাসপোর্ট
গ. ব্যাংকের চেকবই
ঘ. সব কটিতেই ব্যবহৃত হচ্ছে

১০. কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি?
ক. মেশিন ভাষা
খ. অ্যাসেম্বলি ভাষা
গ. তৃতীয় প্রজন্মের ভাষা
ঘ. পঞ্চম প্রজন্মের ভাষা

আরও পড়ুন

১১. অ্যাসেম্বলার কী?
ক. প্রিন্টার
খ. ব্রাউজার
গ. একটি মেশিন
ঘ. সফটওয়্যার

১২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়—
ক. মাউস
খ. স্ক্যানার
গ. বাস
ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে

১৩. কে সর্বপ্রথম রোবোটিকস শব্দটি ব্যবহার করেন?
ক. গ্যালিলিও
খ. আইজ্যাক আশিমো
গ. আইজ্যাক নিউটন
ঘ. অ্যারিস্টটল

১৪. আধুনিক এমবেডেড সিস্টেমে কিসের ব্যবহার দেখা যায়?
ক. প্রসেসর
খ. চিপস
গ. মাইক্রোপ্রসেসর
ঘ. মাইক্রোকন্ট্রোলার

আরও পড়ুন

১৫. নিচের কোনটি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন?
ক. বিং
খ. গুগল
গ. স্কাইপ
ঘ. ইয়াহু

১৬. সি++ কোন ধরনের ভাষা?
ক. যান্ত্রিক
খ. উচ্চস্তরের
গ. অ্যাসেম্বলি
ঘ. অতি উচ্চস্তরের

১৭. কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
ক. AVG
খ. CIH
গ. ESET NOD
ঘ. McAfee

১৮. স্যামুয়েল টাচস্ক্রিন প্রযুক্তি উদ্ভাবন করেন কত সালে?
ক. ১৯৭০
খ. ১৯৭১
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৫

আরও পড়ুন

১৯. ই-কমার্স কী?
ক. প্রেষণাদানের নতুন পদ্ধতি
খ. নতুন বাজারজাতকরণের পদ্ধতি
গ. পরিবহনব্যবস্থা
ঘ. বাণিজ্যিক ব্যাংকিং

২০. একটি কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সঙ্গে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন?
ক. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
খ. বায়োস
গ. রম
ঘ. কাপলার

মডেল টেস্ট ২০-এর উত্তর

১. গ। ২. খ। ৩. গ। ৪. ক। ৫. ক। ৬. ঘ। ৭. খ। ৮. গ। ৯. গ। ১০. ক।

১১. ঘ। ১২. গ। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ক। ১৬. খ। ১৭. খ। ১৮. খ। ১৯.খ। ২০. ক।