৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১০
৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ দশম পর্বে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. ই-গভর্ন্যান্সকে ‘স্মার্ট সরকার’ বলে কে আখ্যায়িত করেছেন?
ক. চন্দ্র বাবু নাইডু
খ. ইব্রাহিম গানবারি
গ. অ্যারিস্টটল
ঘ. থমাস জেকারসন
২. ‘জনগণের কণ্ঠস্বর’ বলা হয় কোনটিকে?
ক. নির্বাচন
খ. আইনসভা
গ. গণমাধ্যম
ঘ. বিচার বিভাগ
৩. ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
ক. প্লেটো
খ. বার্ট্রান্ড রাসেল
গ. রুশো
ঘ. জন স্টুয়ার্ট মিল
৪. বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কতটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৫. কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা প্রথম পাওয়া যায়—
ক. ম্যাকিয়াভেলির ‘দ্য প্রিন্স’ গ্রন্থে
খ. অরিয়ানের ‘দ্য ক্যাম্পেইন অব আলেক্সান্ডার’ গ্রন্থে
গ. প্লেটোর ‘রিপাবলিক’ গ্রন্থে
ঘ. অ্যারিস্টটলের ‘পলিটিকস’ গ্রন্থে
৬. ইউএনডিপি-এর দৃষ্টিতে গভর্ন্যান্স মূলত কী?
ক. ক্ষমতার ব্যবহার
খ. জনগণের সুষ্ঠু চাহিদা
গ. কর্তৃত্বের চর্চা
ঘ. জনগণের বৈধ অধিকার
৭. সামাজিক মূল্যবোধ নয় কোনটি?
ক. সততা
খ. ন্যায়পরায়ণতা
গ. সহনশীলতা
ঘ. সাম্প্রদায়িকতা
৮. বিশ্বব্যাংকের কোন প্রেসিডেন্ট প্রথম Good Governance শব্দটি ব্যবহার করেন?
ক. কফি আনান
খ. জিম ইয়ং কিম
গ. পল হ্যারিচ
ঘ. বার্বার কোনাবেল
৯. কোন প্রতিষ্ঠানের দৃষ্টিতে সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদগুলোর টেকসই উন্নয়ন ঘটে থাকে?
ক. বিশ্বব্যাংক
খ. এশীয় উন্নয়ন ব্যাংক
গ. হিন্দুস্তান ব্যাংক
ঘ. সুইস ব্যাংক
১০. ‘আইনের শাসন’ মতবাদটির প্রবক্তা কে?
ক. ম্যাকিয়াভেলি
খ. জন লক
গ. টমাস হবস
ঘ. এ বি ডাইসি
১১. কোনটি মূল্যবোধের চালিকাশক্তি?
ক. সংস্কৃতি
খ. পরোপকারী
গ. পৌরনীতি
ঘ. রাজনীতি
১২. জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে Aspire to Innovate (a2i) প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ২০০৬
খ. ২০০৭
গ. ২০০৯
ঘ. ২০২১
১৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে’ বর্ণিত আছে?
ক. অনুচ্ছেদ ৮
খ. অনুচ্ছেদ ৯
গ. অনুচ্ছেদ ১০
ঘ. অনুচ্ছেদ ১১
১৪. মূল্যবোধ শিক্ষা (Values Education) কী?
ক. রাজনৈতিক চেতনার শিক্ষা
খ. ধর্মীয় চেতনার শিক্ষা
গ. নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা
ঘ. জাতীয়তাবোধের একাগ্রতার শিক্ষা
১৫. ‘Ethics may be defined as the study of what is right or good in conduct.’ উক্তিটি কার?
ক. অধ্যাপক সিলি
খ. ই এম হোয়াইট
গ. অধ্যাপক গার্নার
ঘ. অধ্যাপক ম্যাকেঞ্জি
১৬. ‘Utilitarinism’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ইমানুয়েল কান্ট
খ. জন স্টুয়ার্ট মিল
গ. জেরেমি বেন্থাম
ঘ. টমাস হবস
১৭. ‘The Element of Ethics’ গ্রন্থের লেখক কে?
ক. ম্যাকাইভার
খ. ম্যুর
গ. বার্ট্রান্ড রাসেল
ঘ. ডেভিড ইস্টন
১৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে ‘আইনের আশ্রয় লাভের অধিকার’?
ক. ৩১
খ. ৩২
গ. ৩৩
ঘ. ৩৪
১৯. কান্টের নৈতিক নীতিমালা কোনটির ওপর নির্ভরশীল?
ক. মন্দ আচরণ
খ. শুদ্ধ বুদ্ধি
গ. বিকৃত আচরণ
ঘ. অশুদ্ধ বুদ্ধি
২০. UNHCR-এর মতে সুশাসনের উপাদান কতটি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
মডেল টেস্ট ১০-এর উত্তর
১. ক। ২. গ। ৩. খ। ৪. গ। ৫. গ। ৬. গ। ৭. ঘ। ৮. ঘ। ৯. ক। ১০. ঘ।
১১. ক। ১২. খ। ১৩. ঘ। ১৪. গ। ১৫. ঘ। ১৬. খ। ১৭. গ। ১৮. ক। ১৯. খ। ২০. ঘ।