৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৭
৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ সপ্তম পর্বে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’- এর জন্য কতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৮টি
ঘ. ১০টি
২. দেবতাখুম কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. রাঙামাটি
গ. বান্দরবান
ঘ. খাগড়াছড়ি
৩. সিলেটের গোয়াইনঘাট সীমান্তের ভারতীয় অংশের নাম কী?
ক. নদীয়া
খ. ডাউকি
গ. মালদহ
ঘ. কোচবিহার
৪. পাহাড়ের পাদদেশে পলি সঞ্চয়ের মাধ্যমে কী সৃষ্টি হয়?
ক. উপকূলীয় সমভূমি
খ. হিমবাহ সমভূমি
গ. প্লাবন সমভূমি
ঘ. পলল পাখা
৫. হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
ক. নাটোর ও রাজশাহী
খ. হবিগঞ্জ ও মৌলভীবাজার
গ. ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ
ঘ. সিলেট ও মৌলভীবাজার
৬. বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটিকে?
ক. সাজেক ভ্যালি
খ. কাপ্তাই লেক
গ. সুন্দরবন
ঘ. টাঙ্গুয়ার হাওর
৭. ‘ভ্লাদিভস্টক’ শহরটি কোথায় অবস্থিত?
ক. জার্মানি
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. ইতালি
৮. ‘বেননেভিস’ কিসের নাম বোঝায়?
ক. মালভূমি
খ. সমভূমি
গ. জলপ্রপাত
ঘ. পর্বত
৯. ভূতাত্ত্বিক গঠনগত দিক দিয়ে বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনটি?
ক. পূর্ব ও দক্ষিণ দিক
খ. পশ্চিম ও দক্ষিণ দিক
গ. উত্তর ও পূর্ব দিক
ঘ. উত্তর ও পশ্চিম দিক
১০. ‘চলনবিল’ কোথায় অবস্থিত?
ক. সুনামগঞ্জ ও মৌলভীবাজার
খ. পাবনা ও নাটোর
গ. সিলেট ও মৌলভীবাজার
ঘ. নড়াইল ও যশোর
১১. এসডিজির ১৭টি অভীষ্টের মধ্যে কতটি অভীষ্ট সরাসরি ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন’সংক্রান্ত?
ক. ৪টি
খ. ৩টি
গ. ৭টি
ঘ. ৯টি
১২. ভূপৃষ্ঠের যেকোনো দুটি প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য কত?
ক. ১০ ঘণ্টা
খ. ৪ ঘণ্টা
গ. ১২ ঘণ্টা
ঘ. ৬ ঘণ্টা
১৩. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
ক. ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. আয়োনোস্ফিয়ার
ঘ. মেসোস্ফিয়ার
১৪. ঋতু পরিবর্তন ঘটে নিচের কোনটির ফলে?
ক. আহ্নিক গতি
খ. বার্ষিক গতি
গ. মৌসুমি বায়ু
ঘ. অয়ন বায়ু
১৫. নীলনদ কোন সাগরে পতিত হয়েছে?
ক. আরব সাগর
খ. ভূমধ্যসাগর
গ. লোহিত সাগর
ঘ. প্রশান্ত মহাসাগর
১৬. বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় প্রতি অপেক্ষা কত ঘণ্টা অগ্রবর্তী?
ক. ৬ ঘণ্টা
খ. ৮ ঘণ্টা
গ. ১২ ঘণ্টা
ঘ. ৪ ঘণ্টা
১৭. বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে?
ক. মহেশখালী
খ. নিঝুম দ্বীপ
গ. কুতুবদিয়া
ঘ. সন্দ্বীপ
১৮. বাংলাদেশের কতটি গুরুত্বপূর্ণ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে?
ক. ১০টি
খ. ১২টি
গ. ১৩টি
ঘ. ১৪টি
১৯. মহাকাশে তারকার বিস্ফোরণকে কী বলে?
ক. ব্ল্যাকহোল
খ. শ্বেতবামন
গ. সুপারনোভা
ঘ. আলফা সেন্টুরি
২০. পরিবেশের কোন দূষণের কারণে মানসিক উত্তেজনা ও মেজাজ খিটখিটে রোগটি দেখা দেয়?
ক. বায়ুদূষণ
খ. পানিদূষণ
গ. মাটিদূষণ
ঘ. শব্দদূষণ
মডেল টেস্ট-০৭-এর উত্তর
১. খ। ২. গ। ৩. খ। ৪. ঘ । ৫. ঘ । ৬. গ । ৭. ঘ। ৮. ক। ৯. গ। ১০. খ।
১১. খ। ১২. গ। ১৩. গ। ১৪. খ। ১৫. খ। ১৬. ক। ১৭. ক। ১৮. গ। ১৯. গ। ২০. ঘ।