প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩৭

মডেল: মোনালিসা ও নাহিদা
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৩৭তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর

১. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে?
ক) ৩৭টি
খ) ৩০টি
গ) ২৫টি
ঘ) ৭টি

২. ‘মিছিলটি সামনে এগিয়ে যায়’—এখানে ‘সামনে’ শব্দটি কোন ধরনের ক্রিয়াবিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) ধরনবাচক ক্রিয়াবিশেষণ
খ) স্থানবাচক ক্রিয়াবিশেষণ
গ) কালবাচক ক্রিয়াবিশেষণ
ঘ) পদাণু ক্রিয়াবিশেষণ

আরও পড়ুন

৩. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী?
ক) কারবর্ণ
খ) অনুবর্ণ
গ) যুক্তবর্ণ
ঘ) বর্ণমালা

৪. নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ?
ক) বিধবা
খ) নেত্রী
গ) শিক্ষিকা
ঘ) ছাত্রী

৫. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে কী বলে?
ক) বিভক্তি
খ) নির্দেশক
গ) বচন
ঘ) বলক

৬. সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে কোন সমাস হয়?
ক) দ্বন্দ্ব সমাস
খ) তৎপুরুষ সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) বহুব্রীহি সমাস

আরও পড়ুন

৭. ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।’—এ বাক্যে কোন ধরনের ক্রিয়ার ব্যবহার হয়েছে?
ক) নাম ধাতুর ক্রিয়া
খ) প্রযোজক ক্রিয়া
গ) যৌগিক ক্রিয়া
ঘ) মিশ্রক্রিয়া

৮. ‘ঝম্ ঝম্ করে বৃষ্টি পড়ছে’—এটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক) যৌগিক ক্রিয়া
খ) মিশ্র ক্রিয়া
গ) প্রযোজক ক্রিয়া
ঘ) অকর্মক ক্রিয়া

৯. ‘সেদিন কি আর আসবে?’—এ বাক্যে ‘আর’ অব্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) নিরাশায়
খ) পুনরাবৃত্তি
গ) সম্ভাবনা অর্থে
ঘ) তুলনা অর্থে

১০. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?
ক) কোলন
খ) ড্যাস
গ) হাইফেন
ঘ) লোপচিহ

আরও পড়ুন

১১. উক্তি পরিবর্তনে অর্থের সংগতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয়?
ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) বিশেষণ
ঘ) অব্যয়

১২. ‘তোমাকে হাঁটতে হবে।’—কোন বাচ্যের উদাহরণ?
ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) কর্মকর্তৃবাচ্য
ঘ) ভাববাচ্য

১৩. কোন বাগ্‌ধারাটি ভিন্নার্থক?
ক) দুধের মাছি
খ) শরতের শিশির
গ) সুখের পায়রা
ঘ) লক্ষ্মীর বরযাত্রী

১৪. ‘এক পয়সার বাঁশি’ কাব্যটি কার লেখা?
ক) জীবনানন্দ দাশ
খ) জসীমউদ্‌দীন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জহির রায়হান

আরও পড়ুন

১৫. ‘কৃশানু’–এর প্রতিশব্দ নয় কোনটি?
ক) বহ্নি
খ) বায়ুসখা
গ) বৈশ্বানর
ঘ) কর

১৬. ‘নিগ্রহ’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক) বিগ্রহ
খ) প্রতিগ্রহ
গ) অনুগ্রহ
ঘ) অভিগ্রহ

১৭. ‘গৌরব’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক) গুরু+অব
খ) গৌর+ব
গ) গৌ+অব
ঘ) গুরু+ষ্ণ

১৮. ‘হৃদয় আমার নাচে রে আজিকে।’—বাক্যটিকে ‘আজিকে’ কোন কারক?
ক) অধিকরণে দ্বিতীয়া
খ) করণে দ্বিতীয়া
গ) কর্মে দ্বিতীয়া
ঘ) কর্তৃকারকে দ্বিতীয়া

আরও পড়ুন

১৯. ‘ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা?’ এখানে ‘মাথা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) শ্রেষ্ঠ
খ) প্রধান
গ) পরিশ্রম
ঘ) প্রণাম

২০. ‘কন্যর বাপ সবুর করিতে পারিবেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাইলেন না।’ কোন গল্প থেকে চরণটি চয়ন করা হয়েছে?
ক) অভাগীর স্বর্গ
খ) অপরাজিতা
গ) বিলাসী
ঘ) হৈমন্তী

মডেল টেস্ট ৩৭-এর উত্তর

১. ক। ২. খ। ৩. খ। ৪. ক। ৫. ঘ। ৬. খ। ৭. গ। ৮. খ। ৯. ক। ১০. গ।
১১. খ। ১২. ঘ। ১৩. খ। ১৪. খ। ১৫. ঘ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. ক। ১৯. ঘ। ২০. ঘ।

আরও পড়ুন