১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৩
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৩তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ কবে পালিত হয়?
ক. ১২ ডিসেম্বর
খ. ১৮ অক্টোবর
গ. ২১ মার্চ
ঘ. ২২ নভেম্বর
২. বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
ক. ২৯তম
খ. ৩০তম
গ. ৩১তম
ঘ. ৩৩তম
৩. মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কী?
ক. এমএমটি পুলিশ
খ. কমিউনিটি পুলিশ
গ. এমআরটি পুলিশ
ঘ. বিআরটি পুলিশ
৪. দেশের প্রথম আইকনিক রেলস্টেশনের স্থপতি কে?
ক. মো. ফয়েজ উল্লাহ
খ. হামিদুজ্জামান খান
গ. মীর ফখরুজ্জামান
ঘ. মাজহারুল ইলাম
৫. দেশের ২৪তম প্রধান বিচারপতি কে?
ক. বিচারপতি এম এনায়েতুর রহিম
খ. বিচারপতি ওবায়দুল হাসান
গ. বিচারপতি বোরহান উদ্দিন
ঘ. বিচারপতি আফছার হোসেন
৬. ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকর ভিটামিন কোনটি?
ক. ভিটামিন ডি
খ. ভিটামিন এ
গ. ভিটামিন বি
ঘ. ভিটামিন সি
৭. ২০২৩ সালে সাহিত্যে নোবেলজয়ী ইয়েন ফসে কোন দেশের নাগরিক?
ক. সুইডেন
খ. নরওয়ে
গ. ডেনমার্ক
ঘ. ফিনল্যান্ড
৮. ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক’-এর সদস্যদেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. জার্মানি
গ. ভারত
ঘ. চীন
৯. সম্প্রতি কোন দ্বীপকে সাবমেরিন কেব্লের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়?
ক. সন্দ্বীপ
খ. ভোলা
গ. সেন্ট মার্টিন
ঘ. কুতুবদিয়া
১০. কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ কোনটি?
ক. লাইটপেন
খ. প্রজেক্টর
গ. সেন্সর
ঘ. ওয়েবক্যাম
১১. ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
ক. তাজউদ্দীন আহমেদ
খ. মোহাম্মদ ইউসুফ আলী
গ. আবদুল মান্নান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
১২. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন?
ক. ৩৫
খ. ২১
গ. ৩৭
ঘ. ৪৮
১৩. সংবিধানের কোন অনুচ্ছেদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শনের কথা বলা হয়েছে?
ক. ৪ (১)
খ. ৪ (ক)
গ. ৪ ক
ঘ. ৪ (১) ক
১৪. জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. জয়দেবপুর চৌরাস্তায়
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. মেহেরপুরে
ঘ. সাভারে
১৫. ‘কংলাক পাহাড়’ কোথায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. রাঙামাটি
গ. খাগড়াছড়ি
ঘ. বান্দরবান
১৬. কততম সংশোধনীতে সংরক্ষিত নারী আসনসংখ্যা ৫০-এ উন্নীত করা হয়?
ক. একাদশ
খ. চতুর্দশ
গ. পঞ্চদশ
ঘ. সপ্তদশ
১৭. নিচের কোন নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে?
ক. ২ টাকার
খ. ৫০০ টাকার
গ. ১০ টাকার
ঘ. ১০০ টাকার
১৮. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর?
ক. ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
১৯. দেশে সরকারি ইপিজেড কতটি?
ক. ৮টি
খ. ১০টি
গ. ৯টি
ঘ. ১১টি
২০. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
ক. ১৯৬২
খ. ১৯৭৮
গ. ১৯৮২
ঘ. ১৯৮৬
মডেল টেস্ট ১৩ -এর উত্তর
১. ক। ২. ঘ। ৩. গ। ৪. ক। ৫. খ। ৬. ঘ । ৭. খ। ৮. গ। ৯. ঘ । ১০. খ। ১১. গ। ১২. ক। ১৩. গ। ১৪. ক। ১৫. খ। ১৬. গ। ১৭. ক। ১৮. খ। ১৯. ক। ২০. গ।