সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-৮

ছবি: খালেদ সরকার

১. পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন-

ক. ২২ ডিসেম্বর

খ. ২১ জুন

গ. ২৫ ডিসেম্বর

ঘ. ২১ সেপ্টেম্বর

উত্তর : খ. ২১ জুন

২. ইউনেসকোর বিশ্ব স্মৃতি (মেমোরি অব দ্য ওয়ার্ল্ড) তালিকায় স্থান পেয়েছে-

ক. সুলতানা’স ড্রিম

খ. পুতুলনাচের ইতিকথা

গ. পদ্মা নদীর মাঝি

ঘ. চিলেকোঠার সেপাই

উত্তর : ক. সুলতানা’স ড্রিম

৩. ‘হরিজন’ শব্দটির অর্থ-

ক. অস্পৃশ্য

খ. নিম্নবর্গ

গ. আপনজন

ঘ. ঈশ্বরের সন্তান

উত্তর : ঘ. ঈশ্বরের সন্তান

৪. বক্সিং ডে উদ্‌যাপিত হয়-

ক. ২২ ডিসেম্বর

খ. ২৫ ডিসেম্বর

গ. ২৬ ডিসেম্বর

ঘ. ৩১ ডিসেম্বর

উত্তর : গ. ২৬ ডিসেম্বর

৫. বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র কোথায় অবস্থিত?

ক. তেজগাঁও

খ. সিলেট

গ. চট্টগ্রাম

ঘ. যশোর

উত্তর : ঘ. যশোর

৬. ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী ‘বর্ষসেরা দেশ’-

ক. বাংলাদেশ

খ. পোল্যান্ড

গ. আর্জেন্টিনা

ঘ. জাপান

উত্তর: ক. বাংলাদেশ

৭. ‘ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)’ কত সালে প্রণীত হয়?

ক. ২০১৬ সালে

খ. ২০১৪ সালে

গ. ২০১৮ সালে

ঘ. ২০০৮ সালে

উত্তর: গ. ২০১৮ সালে

৮. বিশ্বের দীর্ঘতম স্থলসীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

ক. রাশিয়া-চীন

খ. বাংলাদেশ-ভারত

গ. যুক্তরাষ্ট্র-কানাডা

ঘ. রাশিয়া-কাজাখস্তান

উত্তর: গ. যুক্তরাষ্ট্র-কানাডা

৯. সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন-

ক. ফাহিম চৌধুরী

খ. আবদুল্লাহ আবু হাসান

গ. ফায়াজ ফারহান

ঘ. হুসাইন ইলিয়াস

উত্তর: ক. ফাহিম চৌধুরী

১০. সম্প্রতি ক্যানসার চিকিৎসায় এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছে-

ক. জার্মানি

খ. রাশিয়া

গ. সুইডেন

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: খ. রাশিয়া

১১. মানবাধিকার সংস্থা ‘অধিকার’–এর প্রতিষ্ঠাতা-

ক. শারমিন মুরশিদ

খ. ড. মিজানুর রহমান

গ. আদিলুর রহমান খান

ঘ. ইফতেখারুজ্জামান

উত্তর: গ. আদিলুর রহমান খান

১২. অন্তর্বর্তী সরকারের সদ্য প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফ কোন দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

ক. ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

খ. কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়

গ. শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

ঘ. পরিকল্পনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়

উত্তর: ক. ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

১৩. পানামা খাল কোন দুটি মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে?

ক. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

খ. আটলান্টিক ও উত্তর মহাসাগর

গ. প্রশান্ত ও উত্তর মহাসাগর

ঘ. ভারত ও প্রশান্ত মহাসাগর

উত্তর: ক. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

১৪. আলবেনিয়ায় সুফি মুসলিম সম্প্রদায়ের জন্য প্রস্তাবিত স্বাধীন ক্ষুদ্ররাষ্ট্র-

ক. দ্য সভরেন স্টেট অব বেকতাশি অর্ডার

খ. বেকতাশি সিটি

গ. বেকতাশি সভরেন ল্যান্ড

ঘ. হোলি সুফি স্টেট

উত্তর: ক. দ্য সভরেন স্টেট অব বেকতাশি অর্ডার

১৫. নেভাতিম বিমানঘাঁটি কোন দেশে অবস্থিত?

ক. রাশিয়া

খ. ইউক্রেন

গ. ইসরায়েল

ঘ. লেবানন

উত্তর: গ. ইসরায়েল

আরও পড়ুন

১৬. সর্বশেষ এলডিসি উত্তীর্ণ দেশ কোনটি? (১৩ ডিসেম্বর,২০২৪)

ক. ভুটান

খ. ভানুয়াটু

গ. মালদ্বীপ

ঘ. সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে

উত্তর: ঘ. সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে

১৭. ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে কোন খাত?

ক. শিক্ষা ও প্রযুক্তি

খ. জনপ্রশাসন

গ. পরিবহন ও যোগাযোগ

ঘ. কৃষি

উত্তর: খ. জনপ্রশাসন

১৮. বিশ্বের প্রথম এসএমএস(SMS) বার্তা-

ক. HELLO

খ. HAPPY BIRTHDAY

গ. MERRY CHRISTMAS

ঘ. MORNING

উত্তর: গ. MERRY CHRISTMAS

আরও পড়ুন

১৯. ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপে এ সেরা খেলোয়াড়-

ক. মারিয়া মান্দা

খ. সাবিনা খাতুন

গ. রূপনা চাকমা

ঘ. ঋতুপর্ণা চাকমা

উত্তর: ঘ. ঋতুপর্ণা চাকমা

২০. বিশ্বের বৃহত্তম দ্বীপ ‘গ্রিনল্যান্ড’ কোন দেশের অংশ?

ক. আয়ারল্যান্ড

খ. কানাডা

গ. ডেনমার্ক

ঘ. আইসল্যান্ড

উত্তর: গ. ডেনমার্ক

*লেখক: নওশিন সাদিয়া, শিক্ষার্থী

আরও পড়ুন