৪৬তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২২
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ২২তম পর্বে বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে কোনটি?
ক. হস্তশিল্প
খ. বস্ত্রশিল্প
গ. তাঁতশিল্প
ঘ. মৃৎশিল্প
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদবলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
ক. ২৮ (১)
খ. ২৮ (২)
গ. ২৮ (৩)
ঘ. ২৮ (৪)
৩. সেমুতাং গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
ক. বান্দরবান
খ. রাঙামাটি
গ. খাগড়াছড়ি
ঘ. সিলেট
৪. বাংলাদেশে প্রথমবারের মতো ‘জাতীয় প্রবাসী দিবস’ পালিত হয় কবে?
ক. ২৮ ডিসেম্বর ২০২৩
খ. ৩০ ডিসেম্বর ২০২২
গ. ১০ জানুয়ারি ২০২৪
ঘ. ৩০ ডিসেম্বর ২০২৩
৫. বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লিখিত আছে?
ক. আইন-ই-আকবরী
খ. আলমগীর নামা
গ. আকবরনামা
ঘ. তুজুক-ই-আকবরী
৬. ১৯০৫ সালে নবগঠিত পূর্ববাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?
ক. ব্যামফিল্ড ফুলার
খ. লর্ড মিন্টো
গ. লর্ড কার্জন
ঘ. ওয়ারেন হেস্টিংস
৭. রাখাইন সম্প্রদায়ের লোকজন কোন অঞ্চলে বসবাস করে?
ক. রাজশাহী-দিনাজপুর
খ. বরগুনা-পটুয়াখালী
গ. রাঙামাটি-বান্দরবান
ঘ. সিলেট-হবিগঞ্জ
৮. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
ক. যমুনা সার কারখানা, জামালপুর
খ. শাহজালাল সার কারখানা, সিলেট
গ. চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম
ঘ. ঘোড়াশাল সার কারখানা, নরসিংদী
৯. কোন গভর্নর জেনারেল ভারতে ‘সিভিল সার্ভিস’ পরীক্ষার প্রচলন করেছিলেন?
ক. লর্ড হার্ডিঞ্জ
খ. লর্ড ডালহৌসি
গ. লর্ড কর্নওয়ালিস
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো চীন সফর করেন কত সালে?
ক. ১৯৫২
খ. ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৫
১১. ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন কততম জাতীয় নির্বাচন?
ক. দশম
খ. একাদশ
গ. দ্বাদশ
ঘ. ত্রয়োদশ
১২. বাংলাদেশের কৃষিতে ‘কার্ডিনাল’ ও ‘ডায়মন্ড’ কোন ফসলের উন্নত জাত?
ক. ভুট্টা
খ. ধান
গ. পাট
ঘ. আলু
১৩. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশ নেয়?
ক. ২১টি
খ. ২৪টি
গ. ২৭টি
ঘ. ২৮টি
১৪. রামপাল বিদ্যুৎকেন্দ্র কোন জেলায় অবস্থিত?
ক. বাগেরহাট
খ. সাতক্ষীরা
গ. খুলনা
ঘ. যশোর
১৫. জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মুহিত ২০২৪ সালের জন্য নিম্নবর্ণিত কোন সংস্থাটির নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হননি?
ক. ইউএনডিপি
খ. ইউএনএফপিএ
গ. ইউএনওপিএস
ঘ. ইউনিসেফ
১৬. সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ লাভ করেন কোন বাংলাদেশি?
ক. রেজওয়ানা চৌধুরী বন্যা
খ. অধ্যাপক সন্জীদা খাতুন
গ. এনামুল হক
ঘ. ঝর্ণাধারা চৌধুরী
১৭. ১৭ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের মুদ্রানীতিতে রেপো রেট বা নীতি সুদহার কত?
ক. ৭.৫০%
খ. ৭৫%
গ. ৮.০০%
ঘ. ৮.২৫%
১৮. কোন ব্যাংকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেয়ার রয়েছে?
ক. উত্তরা ব্যাংক পিএলসি
খ. সোনালী ব্যাংক পিএলসি
গ. রূপালী ব্যাংক পিএলসি
ঘ. পদ্মা ব্যাংক পিএলসি
১৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী, ‘রাজধানীতে সংসদের আসন থাকিবে’?
ক. ৬৫ (১)
খ. ৬৫ (২)
গ. ৬৫ (৩)
ঘ. ৬৫ (৪)
২০. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যমতে, বর্তমানে দেশের কোন বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি?
ক. ময়মনসিংহ
খ. রংপুর
গ. বরিশাল
ঘ. সিলেট
মডেল টেস্ট ২২-এর উত্তর
১. ক। ২. ঘ। ৩. গ। ৪. ঘ। ৫. ক। ৬. ক। ৭. খ। ৮. ক। ৯. গ। ১০. ক।
১১. গ। ১২. ঘ। ১৩. ঘ। ১৪. ক। ১৫. ঘ। ১৬. ক। ১৭. গ। ১৮. ক। ১৯. ঘ। ২০. গ।