৪৬তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৮
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ১৮তম পর্বে মানসিক দক্ষতা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ওই বছরের ১ অক্টোবর কী বার ছিল?
ক. বুধবার
খ. বৃহস্পতিবার
গ. শুক্রবার
ঘ. শনিবার
২. গাছের একটি সারিতে যেকোনো প্রান্ত থেকে একটি গাছ পঞ্চম। এই সারিতে কতটি গাছ আছে?
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
৩. কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কী করবেন?
ক. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
খ. বিয়েবাড়ি ছেড়ে চলে যাবেন
গ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
ঘ. আপনার কাছাকাছি যারা আছেন, তাদের পরামর্শ নেবেন
৪. ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন ‘আগামীকাল’। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
ক. ৭
খ. ৮
গ. ৯
ঘ. ১০
৫. সৈয়দপুরের সঙ্গে রেলওয়ে ওয়ার্কশপ যেভাবে সম্পর্কিত, খুলনার সঙ্গে তেমনভাবে কোনটি সম্পর্কিত?
ক. বিভাগীয় শহর
খ. শিপইয়ার্ড
গ. সমুদ্রবন্দর
ঘ. নদীবন্দর
৬. রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রলিক যন্ত্রে ব্যবহার করা হয়...।
ক. বাতাস
খ. বিদ্যুৎ
গ. তৈল
ঘ. পানি
৭. বিষণ্নতা: অতীত:: ভবিষ্যৎ?
ক. দুঃখ
খ. শোক
গ. অনুশোচনা
ঘ. উদ্বেগ
৮. ‘Many people suffer...sexual dysfunction due to myths.’—এই বাক্যে কোন Prepsition-টি সঠিক?
ক. with
খ. from
গ. by
ঘ. for
৯. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রুড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে কাঠবোর্ডের ভেতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
ক. মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘোরাতে হবে
খ. দুটিকে একইসংখ্যক বার ঘোরাতে হবে
গ. চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘোরাতে হবে
ঘ. কোনোটাই নয়
১০. কোনটি ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব?
ক. টীকাদান কর্মসূচি
খ. সচেতনতা
গ. পুষ্টিকর খাদ্য
ঘ. অর্থ
১১. ৬, ৮, ৯, ১২, ১৪, ১৮, (?), ২৬, ৩০ ... ... ধারাটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
ক. ২০
খ. ২১
গ. ২৩
ঘ. ২৫
১২. রবিন সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করল, সূর্য তখন তার সামনে ছিল। ৫ মিনিট পর সে ডান দিকে দুবার ঘুরল এবং ১০ মিনিট পর সে আবার ডান দিকে ঘুরল। এখন তার মুখ কোন দিকে?
ক. পশ্চিম দিকে
খ. দক্ষিণ দিকে
গ. পূর্ব দিকে
ঘ. উত্তর দিকে
১৩. একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ভরে যেতে ২৮ দিন লাগে, তবে অর্ধেক পুকুরটি ভরে যেতে কত দিন লাগবে?
ক. ১৪ দিন
খ. ১৬ দিন
গ. ১৭ দিন
ঘ. ২৭ দিন
১৪. ‘মনোরম’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. কঠিন
খ. উদ্ধত
গ. অকল্পনীয়
ঘ. অনুপম
১৫. লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন—
ক. কমে যায়
খ. বেড়ে যায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. শূন্য হয়ে যায়
১৬. আজ রোববার। ৩৫৩ দিন পর কী বার হবে?
ক. শুক্রবার
খ. মঙ্গলবার
গ. বুধবার
ঘ. বৃহস্পতিবার
১৭. ক, খ-এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ-এর মা। চ, ঘ-এর কন্যা। সম্পর্কে চ, ক-এর কী হয়?
ক. খালা
খ. দাদি
গ. নানি
ঘ. ফুফু
১৮. নিচের কোন শব্দটি অন্যগুলোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ?
ক. নীলদর্পণ
খ. রক্তাক্ত প্রান্তর
গ. বহিপীর
ঘ. বিলেতে সাড়ে সাতশ দিন
১৯. Recent (সাম্প্রতিক) শব্দটি দ্বারা কী বোঝানো হয়?
ক. অতীত
খ. ভবিষ্যৎ
গ. নিকট ভবিষ্যৎ
ঘ. অতীত ও ভবিষ্যৎ
২০. ‘চিন্তা’ ও ‘বিশ্বাস’ হলো...সংক্রান্ত বিষয়।
ক. জ্ঞানীয়
খ. আচরণগত
গ. মানবিক
ঘ. প্রাণী
মডেল টেস্ট ১৮–এর উত্তর
১. খ। ২. খ। ৩. ঘ। ৪. ক । ৫. খ । ৬. ঘ । ৭. ঘ । ৮. খ। ৯. খ। ১০. খ।
১১. খ। ১২. ঘ। ১৩. ঘ। ১৪. ঘ। ১৫. ক । ১৬. গ। ১৭. ঘ। ১৮. ঘ। ১৯. ঘ। ২০. খ।