১৬তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮৫৫০
ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে মোট ১৮ হাজার ৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনটিআরসিএ। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন।
এনটিআরসিএর ওয়েবসাইটে প্রার্থীরা ফল দেখতে পারবেন।
২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত ষোড়শ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে ২০ হাজার ১৩১ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে এখন চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীরা ফলাফল http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে আজ রাত ১০টার পর থেকে জানতে পারবেন। এ ছাড়াও কৃতকার্য প্রার্থীদের ফল খুদে বার্তার মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার জন্য এই নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।