প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০,৮৬২ জন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪০ হাজার ৮৬২ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
উত্তীর্ণ এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
প্রথম ধাপে ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত। ২২টি জেলার মধ্যে কিছু জেলার সব কটি উপজেলায় পরীক্ষা হয় আর কিছু জেলার আংশিক উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২০ মে ও তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন।
ফলাফল দেখা যাচ্ছে এই লিংকে