দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ, মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ১৬তম গ্রেডভুক্ত ‘গাড়িচালক (পুরুষ)’ পদে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় ১১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ ১১ জনের মৌখিক পরীক্ষা ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছেই গ্রহণযোগ্য বিবেচিত হবে না।