পল্লী সঞ্চয় ব্যাংকের প্রিন্সিপাল অফিসারের ১০১ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পল্লী সঞ্চয় ব্যাংকের প্রিন্সিপাল অফিসারের (গ্রেড-৬) ১০১টি শূন্য পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংকের প্রিন্সিপাল অফিসারের (গ্রেড-৬) ১০১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত ১৩ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এ পদের জব আইডি নম্বর-১০১৭৯।
এই পদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৩ জুলাই, চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা দেড়টা থেকে পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তবে ইতিপূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং অনলাইন আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষা শুরুর আগে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের কাছে জমা দিতে হবে।
যেসব কাগজপত্র জমা দিতে হবে—
১. পরিচালক (বিএসসিএস) ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র।
২. সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি (ছবির পেছনে প্রার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে)।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
8. সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (ক্রমানুসারে সাজিয়ে এসএসসি/সমমান সনদ, এইচএসসি/সমমান সনদ, চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) সনদ ও মার্কশিট, স্নাতকোত্তর সনদ ও মার্কশিট।
৫. ২০২২ সালের ১২ জুনের পর ইস্যুকৃত চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক(সম্মান)/ স্নাতকোত্তর পর্যায়ের সনদ/মার্কশিটে ফল প্রকাশের তারিখ উল্লেখ না থাকলে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রারের কার্যালয় থেকে ইস্যুকৃত ফল প্রকাশের তারিখ-সংক্রান্ত সনদ।
৬. ‘ও’ লেভেল/ ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হলে অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যুকৃত সমমান সনদ (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ)।
৭. নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার বা সমমান ও প্রকৃতির কোনো পদে অন্যূন ৫ বছরের বাস্তব কর্মাভিজ্ঞতার সনদ।
৮. আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানার (বিবাহিত নারীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা) সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে প্রদত্ত জাতীয়তা সনদপত্র/নাগরিক সনদপত্র।
৯. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
প্রার্থী কর্তৃক দাখিলকৃত অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থীর সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে।
প্রার্থীকে অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে এবং কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখুন এখানে।