সৌদিতে বেসরকারি কর্মীদের নতুন বেতন নির্ধারণ, এখন বেতন ১ লাখ ১৭০০০
সৌদি আরবে বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিদের বেতন বাড়ছে। এ খাতের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণ করা হয়েছে। দেশটির মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে সৌদির বেসরকারি বিভিন্ন খাতে কর্মরত সৌদি নাগরিকদের ন্যূনতম বেতন হবে চার হাজার রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার ২১৭ টাকা। ১ রিয়াল সমান ২৯ দশমিক ৩০ টাকা ধরে এ হিসাব করা হয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে এ নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে।
সৌদির শ্রমবাজারের শক্তিশালী ও স্থিতিশীল করা এবং বেসরকারি খাতের চাকরিতে আকর্ষণ বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ বেতন বাড়াতে প্রত্যেক কর্মীকে মাথাপিছু ৩ হাজার ২০০ রিয়াল করে ভর্তুকি দেবে সরকার।
মানবসম্পদ মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড (হাদাফ) থেকে দেওয়া হবে এ ভর্তুকির অর্থ।